Viral: বন্ধ AC থেকে আসছিল অদ্ভুত সব শব্দ, টিকটিকি আছে নাকি? ঢাকনা খুলতেই হাড়হিম! কিলবিল করছে ওগুলো কি?

Last Updated:
Viral: পরিবারটি কিছুদিন ধরে তাদের এয়ার কন্ডিশনার থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে পরিবারের সদস‍্যরা ভেবেছিলেন এসি বন্ধ থাকায় হয়তো বাসা বেধেছে টিকটিক বা ওই জাতীয় কোনও পোকা।
1/9
ফের বাড়তে শুরু করেছে গরম। বেশ কয়েকমাস বিশ্রামের পর বেশিরভাগ বাড়িতে আবার কাজে ফেরার পথে এসি। বসন্তেই ভ‍্যাপসা গরমে অস্বস্তিকর অবস্থা দেশজুড়ে।
ফের বাড়তে শুরু করেছে গরম। বেশ কয়েকমাস বিশ্রামের পর বেশিরভাগ বাড়িতে আবার কাজে ফেরার পথে এসি। বসন্তেই ভ‍্যাপসা গরমে অস্বস্তিকর অবস্থা দেশজুড়ে।
advertisement
2/9
তবে, শীতের কারণে সকলের বাড়িতেই বন্ধ হয়েছিল এয়ার কন্ডিশনার। সম্প্রতি একটি পরিবারের এসিকে কেন্দ্র করে হাড়হিম করা ঘটনা সামনে এসেছে।
তবে, শীতের কারণে সকলের বাড়িতেই বন্ধ হয়েছিল এয়ার কন্ডিশনার। সম্প্রতি একটি পরিবারের এসিকে কেন্দ্র করে হাড়হিম করা ঘটনা সামনে এসেছে।
advertisement
3/9
বিশাখাপত্তনমের এই পরিবারটি জানায়, পরিবারটি কিছুদিন ধরে তাদের এয়ার কন্ডিশনার থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে পরিবারের সদস‍্যরা ভেবেছিলেন এসি বন্ধ থাকায় হয়তো বাসা বেধেছে টিকটিক বা ওই জাতীয় কোনও পোকা।
বিশাখাপত্তনমের এই পরিবারটি জানায়, পরিবারটি কিছুদিন ধরে তাদের এয়ার কন্ডিশনার থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে পরিবারের সদস‍্যরা ভেবেছিলেন এসি বন্ধ থাকায় হয়তো বাসা বেধেছে টিকটিক বা ওই জাতীয় কোনও পোকা।
advertisement
4/9
কিন্তু যখন শব্দগুলি বাড়তে লাগল এবং নড়াচড়া দেখা গেল, তখন পরিবারের সদস্যদের সন্দেহ হল। কিন্তু শেষমেশ এসি খুলে দেখতেই চক্ষু চড়কগাছ।
কিন্তু যখন শব্দগুলি বাড়তে লাগল এবং নড়াচড়া দেখা গেল, তখন পরিবারের সদস্যদের সন্দেহ হল। কিন্তু শেষমেশ এসি খুলে দেখতেই চক্ষু চড়কগাছ।
advertisement
5/9
পরিবারটির দাবি, তাদের এসির মধ‍্যে বাসা বেধেছিল সাপ। শুধু তাই নয় সাপের একাধিক বাচ্চাও উদ্ধার হয় এসির ভিতর থেকে। স্থানীয় সাপ ধরতে পারেন এমন এক ব‍্যক্তি কিরণ খুলেছিলেন ওই এসি।
পরিবারটির দাবি, তাদের এসির মধ‍্যে বাসা বেধেছিল সাপ। শুধু তাই নয় সাপের একাধিক বাচ্চাও উদ্ধার হয় এসির ভিতর থেকে। স্থানীয় সাপ ধরতে পারেন এমন এক ব‍্যক্তি কিরণ খুলেছিলেন ওই এসি।
advertisement
6/9
তিনি খুলেই দেখেন এসি ইউনিটের ভিতরে বিদ্যুতের তারে আটটি ছোট ছোট সাপ জড়িয়ে ছিল। এটি দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে। কিরণ জানালেন যে এগুলি 'পাম স্নেক' নামক বিষহীন সাপ, যা সাধারণত তাল এবং নারকেল গাছে পাওয়া যায়।
তিনি খুলেই দেখেন এসি ইউনিটের ভিতরে বিদ্যুতের তারে আটটি ছোট ছোট সাপ জড়িয়ে ছিল। এটি দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে। কিরণ জানালেন যে এগুলি 'পাম স্নেক' নামক বিষহীন সাপ, যা সাধারণত তাল এবং নারকেল গাছে পাওয়া যায়।
advertisement
7/9
মা সাপ ভিতরে ডিম পেড়েছিল। সেখান থেকে আটটি বাচ্চা বেরিয়ে এসেছে। এদের দৈর্ঘ্য প্রায় এক ফুট ছিল। তিনি বললেন যে পাম স্নেক বিষহীন হলেও, যদি এটি বিপদ অনুভব করে, তবে এটি চোখে আক্রমণ করতে পারে।
মা সাপ ভিতরে ডিম পেড়েছিল। সেখান থেকে আটটি বাচ্চা বেরিয়ে এসেছে। এদের দৈর্ঘ্য প্রায় এক ফুট ছিল। তিনি বললেন যে পাম স্নেক বিষহীন হলেও, যদি এটি বিপদ অনুভব করে, তবে এটি চোখে আক্রমণ করতে পারে।
advertisement
8/9
দুই ফুট পর্যন্ত বাড়তে পারে এই সাপ কিরণ জানালেন যে যদি এই সাপগুলি সঠিক পরিবেশ পায়, তবে এগুলি দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে। যদিও, সাধারণত এগুলি খুব বেশি বিপজ্জনক নয় এবং মানুষের ক্ষতি করে না। তবুও, বাড়ির ভিতরে এগুলি দেখা কারোর জন্যই ভীতিকর হতে পারে।।
দুই ফুট পর্যন্ত বাড়তে পারে এই সাপ কিরণ জানালেন যে যদি এই সাপগুলি সঠিক পরিবেশ পায়, তবে এগুলি দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে। যদিও, সাধারণত এগুলি খুব বেশি বিপজ্জনক নয় এবং মানুষের ক্ষতি করে না। তবুও, বাড়ির ভিতরে এগুলি দেখা কারোর জন্যই ভীতিকর হতে পারে।
advertisement
9/9
অবশেষে স্বস্তি ফিরল পরিবারে। প্রচণ্ড ভয় থেকে মুক্তি। সাপগুলিকে  নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এমন জায়গায় সাপগুলিকে ছাড়া হয়েছে যাতে তারা কারও কোনও ক্ষতি করতে না পারে।
অবশেষে স্বস্তি ফিরল পরিবারে। প্রচণ্ড ভয় থেকে মুক্তি। সাপগুলিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এমন জায়গায় সাপগুলিকে ছাড়া হয়েছে যাতে তারা কারও কোনও ক্ষতি করতে না পারে।
advertisement
advertisement
advertisement