সিনেমা, সিরিজ বা সিরিয়ালে গোয়েন্দা আর পুলিশদের ‘ক্লু’ খোঁজার নানা গল্প, নানা অভিজ্ঞতা তো দেখেইছেন সকলে। কোথাও কোনও অপরাধ ঘটলে, গোয়েন্দারা বলেন, যত তাবড় অপরাধীই হোক না কেন, ঠিক কোনও না কোনও ‘সূত্র’ ছেড়ে যায় সে। অপরাধীকে ধরিয়ে দেওয়ার ছোট্ট একটা বিষয় হয়তো অপরাধীই ফেলে যায়। পুলিশ তদন্তে নেমে কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের ক্লু খোঁজার চেষ্টা করে কেবল অপরাধীর নাগাল পেতেই।
অডিটি সেন্ট্রাল ওয়েবসাইট অনুযায়ী, পুলিশ সেই রক্ত দিয়ে ডিএনএ পরীক্ষা করে। তদন্তে জানা যায়, ডিএনএ চা নামের একজন অপরাধীর ডিএনএর সঙ্গে মিলে যাচ্ছে, যার এর আগেও অপরাধের রেকর্ড রয়েছে। ১৯ দিন পর ওই অপরাধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে সে স্বীকার করে যে ওই বাড়ির পাশাপাশি সে ইতিমধ্যেই আরও ৩ টি বাড়িতে চুরি করেছে। আদালতে এখন বিচার চলছে এই চোরের। নিজের জীবন দিয়েও, চোরকে ধরিয়ে দিয়ে গিয়েছে এক মশা, এই ঘটনা গল্পের মতো হলেও, সত্যি!