Viral Mosquito Helps Police: অবিশ্বাস্য হলেও সত্যি! চোর ধরতে পুলিশকে বেনজির সাহায্য একটি মশার!

Last Updated:
Viral Mosquito: তদন্ত চলাকালীন পুলিশ দেওয়ালে আটকে থাকা একটি মৃত মশা দেখতে পায়। মশার শরীর থেকে রক্তের ফোঁটাও বেরিয়ে দেওয়ালের গায়ে আটকে ছিল।
1/7
সিনেমা, সিরিজ বা সিরিয়ালে গোয়েন্দা আর পুলিশদের ‘ক্লু’ খোঁজার নানা গল্প, নানা অভিজ্ঞতা তো দেখেইছেন সকলে। কোথাও কোনও অপরাধ ঘটলে, গোয়েন্দারা বলেন, যত তাবড় অপরাধীই হোক না কেন, ঠিক কোনও না কোনও ‘সূত্র’ ছেড়ে যায় সে। অপরাধীকে ধরিয়ে দেওয়ার ছোট্ট একটা বিষয় হয়তো অপরাধীই ফেলে যায়। পুলিশ তদন্তে নেমে কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের ক্লু খোঁজার চেষ্টা করে কেবল অপরাধীর নাগাল পেতেই।
সিনেমা, সিরিজ বা সিরিয়ালে গোয়েন্দা আর পুলিশদের ‘ক্লু’ খোঁজার নানা গল্প, নানা অভিজ্ঞতা তো দেখেইছেন সকলে। কোথাও কোনও অপরাধ ঘটলে, গোয়েন্দারা বলেন, যত তাবড় অপরাধীই হোক না কেন, ঠিক কোনও না কোনও ‘সূত্র’ ছেড়ে যায় সে। অপরাধীকে ধরিয়ে দেওয়ার ছোট্ট একটা বিষয় হয়তো অপরাধীই ফেলে যায়। পুলিশ তদন্তে নেমে কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের ক্লু খোঁজার চেষ্টা করে কেবল অপরাধীর নাগাল পেতেই।
advertisement
2/7
অনেক সময় তদন্তের জন্য এমন নানা জিনিস বাজেয়াপ্ত করা হয়, যেগুলো দেখতে ছোটো বা অকারণ মনে হলেও সেগুলো থেকে বড়ো তথ্য বা দিশা মেলে। সম্প্রতি, একটি মশা ধরিয়ে দিয়েছে এক অপরাধীকে!
অনেক সময় তদন্তের জন্য এমন নানা জিনিস বাজেয়াপ্ত করা হয়, যেগুলো দেখতে ছোটো বা অকারণ মনে হলেও সেগুলো থেকে বড়ো তথ্য বা দিশা মেলে। সম্প্রতি, একটি মশা ধরিয়ে দিয়েছে এক অপরাধীকে!
advertisement
3/7
অবাক লাগলেও এমনটাই ঘটেছে চিনে! মশার সূত্র ধরেই অপরাধীকে খুঁজে বের করেছে চিনের পুলিশ। জামা কাপড় নয়, অপরাধীর ফেলে যাওয়া বস্তু বা হাতের ছাপও নয়! অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করেছে আসলে একটি মশা!
অবাক লাগলেও এমনটাই ঘটেছে চিনে! মশার সূত্র ধরেই অপরাধীকে খুঁজে বের করেছে চিনের পুলিশ। জামা কাপড় নয়, অপরাধীর ফেলে যাওয়া বস্তু বা হাতের ছাপও নয়! অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করেছে আসলে একটি মশা!
advertisement
4/7
চিনের সংবাদ ওয়েবসাইট গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের ফুজিয়ান প্রদেশের ফুঝো শহরে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এখানে তদন্তকারীরা একটি মশার রক্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে তাঁকে অবশেষে পাকড়াও করেছে। কীভাবে এমনটা সম্ভব?
চিনের সংবাদ ওয়েবসাইট গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের ফুজিয়ান প্রদেশের ফুঝো শহরে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এখানে তদন্তকারীরা একটি মশার রক্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে তাঁকে অবশেষে পাকড়াও করেছে। কীভাবে এমনটা সম্ভব?
advertisement
5/7
আসলে একটি চুরির ঘটনা ঘটেছিল আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে। খবর পেয়ে পুলিশ সেখানে তদন্ত করতে গেলে পুলিশ অনুমান করে যে, যেহেতু বাড়িটি অনেকক্ষণ তালাবন্ধ ছিল, তাই চোর নিশ্চয়ই বারান্দা দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। বাড়ির রান্নাঘরে সেদ্ধ ডিম, অবশিষ্ট নুডলস, ছেঁড়া কম্বল এবং বালিশও পাওয়া যায়।
আসলে একটি চুরির ঘটনা ঘটেছিল আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে। খবর পেয়ে পুলিশ সেখানে তদন্ত করতে গেলে পুলিশ অনুমান করে যে, যেহেতু বাড়িটি অনেকক্ষণ তালাবন্ধ ছিল, তাই চোর নিশ্চয়ই বারান্দা দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। বাড়ির রান্নাঘরে সেদ্ধ ডিম, অবশিষ্ট নুডলস, ছেঁড়া কম্বল এবং বালিশও পাওয়া যায়।
advertisement
6/7
তখন পুলিশ বুঝতে পারে, চোর বাবাজি অবশ্যই বাড়িতে কিছুটা সময় কাটিয়েছে এবং তারপরে জিনিসপত্র চুরি করে পালিয়ে গিয়েছে। তদন্ত চলাকালীন পুলিশ দেওয়ালে আটকে থাকা একটি মৃত মশা দেখতে পায়। মশার শরীর থেকে রক্তের ফোঁটাও বেরিয়ে দেওয়ালের গায়ে আটকে ছিল।
তখন পুলিশ বুঝতে পারে, চোর বাবাজি অবশ্যই বাড়িতে কিছুটা সময় কাটিয়েছে এবং তারপরে জিনিসপত্র চুরি করে পালিয়ে গিয়েছে। তদন্ত চলাকালীন পুলিশ দেওয়ালে আটকে থাকা একটি মৃত মশা দেখতে পায়। মশার শরীর থেকে রক্তের ফোঁটাও বেরিয়ে দেওয়ালের গায়ে আটকে ছিল।
advertisement
7/7
অডিটি সেন্ট্রাল ওয়েবসাইট অনুযায়ী, পুলিশ সেই রক্ত দিয়ে ডিএনএ পরীক্ষা করে। তদন্তে জানা যায়, ডিএনএ চা নামের একজন অপরাধীর ডিএনএর সঙ্গে মিলে যাচ্ছে, যার এর আগেও অপরাধের রেকর্ড রয়েছে। ১৯ দিন পর ওই অপরাধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে সে স্বীকার করে যে ওই বাড়ির পাশাপাশি সে ইতিমধ্যেই আরও ৩ টি বাড়িতে চুরি করেছে। আদালতে এখন বিচার চলছে এই চোরের। নিজের জীবন দিয়েও, চোরকে ধরিয়ে দিয়ে গিয়েছে এক মশা, এই ঘটনা গল্পের মতো হলেও, সত্যি!
অডিটি সেন্ট্রাল ওয়েবসাইট অনুযায়ী, পুলিশ সেই রক্ত দিয়ে ডিএনএ পরীক্ষা করে। তদন্তে জানা যায়, ডিএনএ চা নামের একজন অপরাধীর ডিএনএর সঙ্গে মিলে যাচ্ছে, যার এর আগেও অপরাধের রেকর্ড রয়েছে। ১৯ দিন পর ওই অপরাধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে সে স্বীকার করে যে ওই বাড়ির পাশাপাশি সে ইতিমধ্যেই আরও ৩ টি বাড়িতে চুরি করেছে। আদালতে এখন বিচার চলছে এই চোরের। নিজের জীবন দিয়েও, চোরকে ধরিয়ে দিয়ে গিয়েছে এক মশা, এই ঘটনা গল্পের মতো হলেও, সত্যি!
advertisement
advertisement
advertisement