Loco Pilot Salary: বন্দে ভারত বা রাজধানীর চালকের স্যালারি কত জানেন? কী কী সুবিধা পান লোকো পাইলটরা? কী ভাবেই বা করতে হয় আবেদন...জানুন বিস্তারিত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপনারা কি জানেন, ইন্ডিয়ান রেলওয়েতে ট্রেনের চালক, বা লোকো পাইলটদের বেতন কত? কী ভাবেই বা এই চাকরির জন্য আবেদন করা যায়? চাকরিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত?
ভারতের লাইফলাইন বলে যদি সত্যিই কোনও পরিবহণ ব্যবস্থাকে উল্লেখ করা হয়ে থাকে, নিঃসন্দেহে সেই লাইফলাইন হবে ইন্ডিয়ান রেলওয়েজ৷ গরিব, মধ্যবিত্ত শ্রেণির মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, সকলেই দূরপাল্লার যাত্রার জন্য ট্রেনের উপরে নির্বর করে থাকেন৷ শুধু তাই নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাওয়া থেকে শুরু করে ভিন রাজ্য বা শহরে কর্মস্থলে যাওয়া, রেল ছাড়া আমরা নিত্যযাত্রার কথা প্রায় কেউই ভাবতে পারি না৷ এখানেই শেষ নয়, এই ট্রেনকে ঘিরে যে কয়েক লক্ষ ব্যবসায়ী রুজিরুটিও নির্ভর করে, একথাও আমাদের সকলেরই জানা৷
advertisement
advertisement
advertisement
লোকো পাইলট হলেন যিনি ট্রেন চালান। ট্রেনের গতিবিধির তদারকি করেন। এটি ভারতীয় রেলওয়ের অন্যতম সিনিয়র পোস্ট। কিন্তু লোকো পাইলট হিসেবে সরাসরি কাউকে নিয়োগ দেওয়া হয় না। ভারতীয় রেলওয়ে সহকারী লোকো পাইলট পদে প্রথমে নিয়োগ হয়। এর জন্য আলাদা ভাবে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। কোনও ব্যক্তি যদি সহকারী লোকো পাইলট হিসাবে যোগদান করেন, পরবর্তী কালে তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে তাঁকে লোকো পাইলট পদে পদোন্নতি দেওয়া হয়।
advertisement
সহকারী লোকো পাইলটের দায়িত্ব হল ট্রেনটি সুচারুভাবে চালানোর জন্য লোকো পাইলটকে সহায়তা করা। একজন লোকো পাইলটের কাজ হল ট্রেনের ইঞ্জিন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, ট্রেনে যে কোনও রকমের মেরামতি প্রয়োজন করে তা প্রাথমিক ভাবে সম্পন্ন করা, সিগন্যালের পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা।
advertisement
advertisement
advertisement
লোকো পাইলট বেতনের বিবরণের জন্য ম্যাট্রিক্স লেভেল ২ -এর প্রারম্ভিক বেতন হবে ১৯,৯০০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, পরিবহণ ভাতা ইত্যাদিও দেওয়া হয়। মোট বেতন ৩৫০০০ থেকে ৩৭০০০টাকা হতে পারে৷ হিসাব মতো ৮ ঘণ্টাই কাজ করতে হয়৷ তবে ক্ষেত্র বিশেষে কাজের সময় বাড়েও৷ মেলে ওভারটাইম বা রাত্রিকালীন ভাতাও৷
advertisement