স্কার্ট পরা মেয়েকে দেখলেই এই 'কাজ' করত পাইলট! গোপন ক্যামেরায় যা ধরা পড়ল... শিউরে উঠবেন!

Last Updated:

মহিত প্রিয়দর্শী, আগ্রার বাসিন্দা ও প্রাইভেট কোম্পানির কর্মী, কিশনগড় থানায় অভিযোগের ভিত্তিতে স্পাই ক্যামেরা দিয়ে মেয়েদের গোপন ভিডিও তোলার অপরাধে গ্রেফতার। কী করতেন জেনে নিন।

News18
News18
অভিযুক্তের নাম মহিত প্রিয়দর্শী (৩১), আগ্রার বাসিন্দা। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। কিশনগড় থানায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে। মহিতের কাছ থেকে একটি লাইটারের মতো দেখতে স্পাই ক্যামেরা উদ্ধার হয়েছে। সেই ক্যামেরা দিয়েই তিনি মেয়েদের গোপনে ভিডিও তুলতেন।
দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে এক প্রাইভেট এয়ারলাইন্সের পাইলটকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিকৃত মানসিকতার কীর্তি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তিনি মেয়েদের গোপন ভিডিও বানাতেন এবং শ্লীলতাহানির চেষ্টা করতেন।
advertisement
advertisement
A pilot of a private airlines company has been arrested from South West Delhi
মহিত প্রিয়দর্শী, আগ্রার বাসিন্দা ও প্রাইভেট কোম্পানির কর্মী, কিশনগড় থানায় অভিযোগের ভিত্তিতে স্পাই ক্যামেরা দিয়ে মেয়েদের গোপন ভিডিও তোলার অপরাধে গ্রেফতার। কী করতেন জেনে নিন।
advertisement

ঘটনার শুরু কী ভাবে?

৩০ আগস্ট রাত সাড়ে ১০টা নাগাদ কিশনগড় গ্রামের শনি বাজারে এক মহিলা লক্ষ্য করেন, কেউ গোপনে তাঁর ভিডিও তুলছে। তিনি ঘুরে দাঁড়াতেই মহিত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রের সাহায্যে পুলিশ মহিতকে পাকড়াও করে।
advertisement

বিকৃত স্বীকারোক্তি

জেরায় মহিত স্বীকার করেছে, ওই স্পাই ক্যামেরা দিয়ে মেয়েদের শর্টস বা ছোট পোশাক পরা অবস্থায় গোপন ভিডিও বানাত। নিজের ‘সেলফ স্যাটিসফ্যাকশন’-এর জন্যই তিনি এসব করতেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর ডিভাইস থেকে বহু মহিলার আপত্তিকর ভিডিও উদ্ধার হয়েছে।

মল আর ভিড়ভাট্টার বাজার ছিল লক্ষ্যস্থল

advertisement
তদন্তে জানা গিয়েছে, দিল্লির বিভিন্ন অভিজাত এলাকা, শপিং মল, ভিড়ভাট্টার বাজার—এসব জায়গাতেই মহিলাদের টার্গেট করত মহিত। নিজের পায়ের মাঝে ক্যামেরা লুকিয়ে রেখে অশ্লীল ভিডিও বানাত। শেষ পর্যন্ত এক মহিলার সন্দেহ হওয়াতেই তার কীর্তি সামনে আসে।

পুলিশের পদক্ষেপ

মহিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (শ্লীলতাহানি) এবং আইটি অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, তার আগে কোনও অপরাধমূলক রেকর্ড না থাকলেও এই ঘটনার পর থেকে সন্দেহ হচ্ছে যে, সে হয়তো আরও অন্য অপরাধের সঙ্গে যুক্ত। আপাতত গোটা বিষয়টির তদন্ত চালাচ্ছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দেশ/
স্কার্ট পরা মেয়েকে দেখলেই এই 'কাজ' করত পাইলট! গোপন ক্যামেরায় যা ধরা পড়ল... শিউরে উঠবেন!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement