স্কার্ট পরা মেয়েকে দেখলেই এই 'কাজ' করত পাইলট! গোপন ক্যামেরায় যা ধরা পড়ল... শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
মহিত প্রিয়দর্শী, আগ্রার বাসিন্দা ও প্রাইভেট কোম্পানির কর্মী, কিশনগড় থানায় অভিযোগের ভিত্তিতে স্পাই ক্যামেরা দিয়ে মেয়েদের গোপন ভিডিও তোলার অপরাধে গ্রেফতার। কী করতেন জেনে নিন।
অভিযুক্তের নাম মহিত প্রিয়দর্শী (৩১), আগ্রার বাসিন্দা। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। কিশনগড় থানায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে। মহিতের কাছ থেকে একটি লাইটারের মতো দেখতে স্পাই ক্যামেরা উদ্ধার হয়েছে। সেই ক্যামেরা দিয়েই তিনি মেয়েদের গোপনে ভিডিও তুলতেন।
দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে এক প্রাইভেট এয়ারলাইন্সের পাইলটকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিকৃত মানসিকতার কীর্তি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তিনি মেয়েদের গোপন ভিডিও বানাতেন এবং শ্লীলতাহানির চেষ্টা করতেন।
advertisement
advertisement

মহিত প্রিয়দর্শী, আগ্রার বাসিন্দা ও প্রাইভেট কোম্পানির কর্মী, কিশনগড় থানায় অভিযোগের ভিত্তিতে স্পাই ক্যামেরা দিয়ে মেয়েদের গোপন ভিডিও তোলার অপরাধে গ্রেফতার। কী করতেন জেনে নিন।
advertisement
ঘটনার শুরু কী ভাবে?
৩০ আগস্ট রাত সাড়ে ১০টা নাগাদ কিশনগড় গ্রামের শনি বাজারে এক মহিলা লক্ষ্য করেন, কেউ গোপনে তাঁর ভিডিও তুলছে। তিনি ঘুরে দাঁড়াতেই মহিত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রের সাহায্যে পুলিশ মহিতকে পাকড়াও করে।
advertisement
বিকৃত স্বীকারোক্তি
জেরায় মহিত স্বীকার করেছে, ওই স্পাই ক্যামেরা দিয়ে মেয়েদের শর্টস বা ছোট পোশাক পরা অবস্থায় গোপন ভিডিও বানাত। নিজের ‘সেলফ স্যাটিসফ্যাকশন’-এর জন্যই তিনি এসব করতেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর ডিভাইস থেকে বহু মহিলার আপত্তিকর ভিডিও উদ্ধার হয়েছে।
মল আর ভিড়ভাট্টার বাজার ছিল লক্ষ্যস্থল
advertisement
তদন্তে জানা গিয়েছে, দিল্লির বিভিন্ন অভিজাত এলাকা, শপিং মল, ভিড়ভাট্টার বাজার—এসব জায়গাতেই মহিলাদের টার্গেট করত মহিত। নিজের পায়ের মাঝে ক্যামেরা লুকিয়ে রেখে অশ্লীল ভিডিও বানাত। শেষ পর্যন্ত এক মহিলার সন্দেহ হওয়াতেই তার কীর্তি সামনে আসে।
পুলিশের পদক্ষেপ
মহিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (শ্লীলতাহানি) এবং আইটি অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, তার আগে কোনও অপরাধমূলক রেকর্ড না থাকলেও এই ঘটনার পর থেকে সন্দেহ হচ্ছে যে, সে হয়তো আরও অন্য অপরাধের সঙ্গে যুক্ত। আপাতত গোটা বিষয়টির তদন্ত চালাচ্ছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 06, 2025 2:11 PM IST