Durga Puja 2025 : রাজস্থান না গেলেও হবে! রাজমহলের মহিমা নিয়ে হাজির আসানসোলের পুজো

Last Updated:

রাজস্থানের রাজমহলের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ, থাকছে আলোকসজ্জায় নতুনত্বের ছোঁয়া। 

+
মণ্ডপ

মণ্ডপ তৈরির কাজ।

আসানসোল, রিন্টু পাঁজা : রাজস্থান নামটা শুনলেই মরুভূমির কথা মনে পড়ে যায়। আর মনে আসে পুরনো ঐতিহ্যের বাড়ি, রাজমহল। এবার সেই মরু শহরের রাজমহল পাবেন হাতের নাগালেই।  মরুভূমির শহরের যেতে অনেকেই পছন্দ করেন। কেউবা যান পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে ছুটিতে, কেউবা আবার ঘুরে আসেন কর্মক্ষেত্রে গিয়ে। তবে অনেক সময় আমাদের ব্যস্ততা হোক বা অন্যান্য কারণ, রাজস্থান যাওয়া হয়ে ওঠে না। তবে রাজস্থান না গেলেও রাজস্থানের ছোঁয়া পাবেন জেলাতেই।
অবাক হলেন তাই তো? হ্যাঁ আর যেতে হবে না মরু শহরে। এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পেয়ে যাবেন রাজস্থানের রাজমহল এর আদলে পুজোর মণ্ডপ। আসানসোল সেনরেলে ই ব্লক পুজো কমিটির অন্যতম সদস্যা রুপা চ্যাটার্জী বলেন, আমরা প্রত্যেক বছরই নিত্যনতুন থিমের ছোঁয়া দিয়ে পুজোর মণ্ডপ ফুটিয়ে তুলি। এবছর বৃষ্টির কারণে কাজে অনেকটা ব্যাঘাত ঘটেছে। আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক।
advertisement
advertisement
আসানসোল সেনরেলে ই ব্লক এর দুর্গাপুজো এবার ৫৪ তম বর্ষে পদর্পন করছে। তাঁদের পুজোর বাজেট প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। তারা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের পুজো করে থাকেন। গত বছর তাদের পুজো মণ্ডপে থিমের ভাবনা ছিল সহজ পাঠ। এবার তারা একটু অন্য স্বাদের থিমের ভেবেছেন। পুরনো দিনের সময়ে মানুষকে নিয়ে যেতে চাইছেন তারা। তাই তাঁদের এবারের পুজোয় থিমের ভাবনা রাজস্থানের রাজমহল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রাজ মহলের আদলে সমগ্র পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হচ্ছে। মাঝে মাঝে বৃষ্টির জন্য বাধা পেতে হচ্ছে মণ্ডপ তৈরির কাজে। তার মাঝেও কষ্টের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, প্লাই সহ আরও অন্যান্য উপকরণ দিয়ে। প্রতিমাতে ছোঁয়া থাকছে সাবেকিয়ানার। ও আলোকসজ্জায় থাকছে নতুনত্বর ছোঁয়া। তাই এবারের পুজোতে রাজস্থানের রাজমহল দেখতে গেলে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : রাজস্থান না গেলেও হবে! রাজমহলের মহিমা নিয়ে হাজির আসানসোলের পুজো
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement