'৪০০ কেজি RDX দিয়ে মুম্বই উড়িয়ে দেব'- হুমকি দিয়ে নয়ডা থেকে গ্রেফতার হল জ্যোতিষী

Last Updated:
বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বাণিজ্য নগরী মুম্বই। এই হুমকির ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম অশ্বিনী। নয়ডার সেক্টর ১১৩ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
1/5
কর্তৃপক্ষ শুক্রাণু ব্যাঙ্ক বা স্পার্ম ব্যাঙ্ক অভিযান চালিয়ে ১৬টি নমুনা বাজেয়াপ্ত করেছে। ক্লিনিকের কর্মী এবং অপারেটর সহ সাত জনকে আটক করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে।
বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বাণিজ্য নগরী মুম্বই। এই হুমকির ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম অশ্বিনী। নয়ডার সেক্টর ১১৩ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
2/5
প্রতীকী ছবি
প্রসঙ্গত, জানা গিয়েছে, মুম্বই ট্র্যাফিক পুলিশের যে হোয়াট্‌সঅ্যাপ হেল্পলাইন আছে সেখানে বৃহস্পতিবার একটি হুমকি বার্তা আসে। সেখানে বলা হয়, মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তাই নয়, সেখানে বলা হয় ৪০০ কেজি আরডিএক্স এই বিস্ফোরণ ঘটিয়ে এক কোটি মানুষকে খুন করা হবে। এর জন্য ইতিমধ্যেই ৩৪টি মানববোমা শহরে ঢুকেছে। ১৪ জন জঙ্গিও।
advertisement
3/5
ভুল করেও গণেশের মূর্তি কখনওই দক্ষিণ দিশায় রাখা উচিত নয়। তাই ভগবান গণেশের মূর্তি স্থাপন করতে হলে এটি শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকেই স্থাপন করা উচিত। এমনটা করা হলে ভগবান গণেশের অধিষ্ঠান থাকবে সংসারে।
এরপরেই গোটা শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করে মুম্বই পুলিশ। তল্লাশি চালানো হতে থাকে। আঁটসাঁট করা হয় নিরাপত্তা। এমনিতেই গোটা মুম্বই জুড়ে এখন গণেশ চতুর্থীর উৎসব চলছে ফলে নিরাপত্তা আরও জোরদার করা হয়।
advertisement
4/5
 এরপরেই সাইবার শাখা এবং অপরাধ দমন শাখার যৌথ তদন্ত চালায়। সেই তদন্তেই জানা যায় নয়ডা থেকে এই বার্তা পাঠানো হয়েছে। এরপরেই নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের সঙ্গে যোগাযোগ করে মুম্বই পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় পেশায় বাস্তুবিদ ও জ্যোতিষী অশ্বিনী কুমার।সেক্টর ৭৯-এর বাসিন্দা অশ্বিনী বাব মায়ের সঙ্গেই থাকতেন।
এরপরেই সাইবার শাখা এবং অপরাধ দমন শাখার যৌথ তদন্ত চালায়। সেই তদন্তেই জানা যায় নয়ডা থেকে এই বার্তা পাঠানো হয়েছে। এরপরেই নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের সঙ্গে যোগাযোগ করে মুম্বই পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় পেশায় বাস্তুবিদ ও জ্যোতিষী অশ্বিনী কুমার।
সেক্টর ৭৯-এর বাসিন্দা অশ্বিনী বাব মায়ের সঙ্গেই থাকতেন।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত এক সপ্তাহ আগে ঠিক এই জায়গায় একটি বাসের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। ফের দুর্ঘটনা ঘটল একই জায়গায়। প্রতীকী ছবি
ওই যুবকের থেকে সাতটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, ছয়টি মেমরি কার্ড, এবং আরও বহু ইলেকট্রনিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। অশ্বিনী কুমারকে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১),(ক)(খ), ৩৫১(২), ৩৫১(৩) এবং ৩৫১(৪) ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
advertisement
advertisement