গরমকালে রাতের বেলায় আমরা সকলেই ঝিঁঝিঁ পোকার ডাক শুনে থাকি। বিশেষ করে নিঝুম রাতে এই ডাক বেশি শোনা যায়। ঘরের বাইরে বা কখনও কখনও ঘরের আনাচে কানাচে আমরা ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। কিন্তু আমরা অনেকেই জানেননা রাত হলে কেন ঝিঁঝিঁ পোকা ডাকে, এই ঝিঁঝিঁ পোকার ডাক আসলে কী, এই ডাকের পেছনে লুকিয়ে রয়েছে কোন রয়েছে কোন রহস্য।
রাতে বেরোনোর দুটি উদ্দেশ্য। একটি হলো খাবার সংগ্রহ। অন্যটি বংশবিস্তার। এ কাজে সাহায্য করে এদের একটানা ছন্দময় ডাক। ঝিঁঝি পোকা কিন্তু মুখে ডাকে না। সাধারণত দুই পাখার মধ্যে বিশেষ কায়দায় ঘর্ষণে এরা শব্দ তৈরি করে। একটি পাখা ৪৫ ডিগ্রি কোণে মেলে ধরে আর তার খসখসে তলের ওপর দিয়ে অন্য পাখার প্রান্ত বিশেষ কায়দায় টেনে নিয়ে যায়। এই ঘর্ষণে শব্দ সৃষ্টি হয়। আসলে ঝিঁ ঝিঁ পোকার চোখে যখন দিনের আলো পড়ে না, তখন অভ্যন্তরীণ ঘড়ির কারণে "পার" প্রোটিনের তারতম্য শুরু হয় এবং সে বুঝতে পারে ডাকার সময় হয়েছে।