Snake Bite: সঙ্গীকে মা*রার প্রতিশোধ! তিনদিনের মধ্যে তিনজনকে কামড় স্ত্রী সাপের, আতঙ্কে কাঁপছেন গ্রামবাসীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Snake Bite: যেন সঙ্গীকে হত্যার প্রতিশোধ নিচ্ছে স্ত্রী সাপ! তিন দিনের মধ্যে ওই স্ত্রী সাপটি তিনজনকে কামড়েছে, যার মধ্যে ৩৫ বছর বয়সী যুবক মনোজ মারা গিয়েছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
advertisement
advertisement
advertisement
চারিদিকে হইচই দেখে ওই সাপটি বাড়ির ভিতরেই লুকিয়ে পড়ে। পরে স্ত্রী সাপটিকে এদিক-ওদিক ঘুরতে দেখা গিয়েছে। রাতে মনোজ তার স্ত্রী ও সন্তানদের সাথে বাড়িতে ঘুমাচ্ছিল। পরদিবন ভোর চারটেয় স্ত্রী সাপটি মনোজকে কামড়ে দেয়। ঘটনার জেরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। পরে ঝাড়ফুঁক করতে লোক আসে, যার জেরে মনোজের শরীর আর খারাপ হতে শুরু করে।
advertisement