এ কী...! গম রঙা এই সাপ 'স্ত্রী' না 'পুরুষ'? নাকি সাপই নয়! বিরল 'সরীসৃপ' ঘিরে আতঙ্ক, দেখলে শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Snake: একটি বিরল সাপ ছত্রপতি সাম্ভাজীনগর জেলার সিলোডে পাওয়া গেছে। বন্যপ্রাণী সংরক্ষণবিদ ডঃ সন্তোষ পাটিল এই সাপটির বৈশিষ্ট্য এবং এর বিরলতা সম্পর্কে তথ্য দিয়েছেন।
advertisement
অপুর্বা তালানিকার/ ছত্রপতি সাম্ভাজীনগর বর্তমানে প্রাণী ও পাখিদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। কিছু প্রজাতি এতই বিরল হয়ে গেছে যে সেগুলো দেখা মুশকিল হয়ে পড়েছে। সাপের কিছু প্রজাতিও বিরল হয়ে পড়েছে। এমনই একটি বিরল সাপ ছত্রপতি সাম্ভাজীনগর জেলার সিলোডে পাওয়া গেছে। বন্যপ্রাণী সংরক্ষণবিদ ডঃ সন্তোষ পাটিল এই সাপটির বৈশিষ্ট্য এবং এর বিরলতা সম্পর্কে তথ্য দিয়েছেন।
advertisement
ডঃ সন্তোষ পাটিল জানিয়েছেন যে, "ব্যান্ডিড রেসার" বা "নাইকুল" নামক একটি বিরল বিষহীন সাপ সিলোড শহরের যশ্বন্তনগর এলাকার একটি বাড়ির কাছে মঙ্গলবার দুপুরে পাওয়া গেছে। সাপটি সাপ বিশেষজ্ঞদের সহায়তায় ধরা পড়ে এবং আভানা রোডের বন বিভাগের এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এই সাপটি খুবই বিরল এবং সাধারণত সহজে পাওয়া যায় না।
advertisement
advertisement
advertisement
advertisement