Visva Bharati University: এত তো ঘুরতে যান, সন্তানকে পড়াবেন ভাবেন! জানেন কীভাবে গড়ে উঠল শান্তিনিকেতন আশ্রম, বিশ্বভারতী? অজানা ইতিহাস
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Visva Bharati University: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বর্তমানে ইউনেসকো স্বীকৃত 'ওয়ার্ল্ড হেরিটেজ'। তবে এর অনেক ইতিহাস রয়েছে, যা আজও অনেকের অজানা।
advertisement
*বিশ্ববিদ্যালয় বিশ্ব ঐতিহ্যের এই তকমা পেয়েছে। প্রত্যেকদিন দেশ-বিদেশের বহু পর্যটক এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। আর এই বিশ্বভারতী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম, ভাস্কর্য। স্থাপনের সময় থেকে সমান ধারায় ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ধারক ও বাহক এই প্রতিষ্ঠান। তাই সারা বিশ্বে তা সমাদৃত। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*১৯১৮ সাল থেকে বিশ্বভারতী সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করে। তবে ১৯২১ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে বিশ্বভারতীর জন্ম হয়৷ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত ব্যক্তিদের আহ্বান করে আনেন রবীন্দ্রনাথ। শুরু হয় বিশ্বভারতীর পথ চলা। এখনএই বিশ্বভারতী শান্তিনিকেতন ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের চাদরে মুড়ে রয়েছে। ফাইল ছবি।