Poisonous Snakes in India: কিং কোবরার থেকেও ভয়ঙ্কর! ছোবল দিলে হয় না যন্ত্রণাও, ভারতের এই ৪ সাপ ‘সাইলেন্ট কিলার!’
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Poisonous Snakes in India: ভারতের চারটি বিষধর সাপ কিং কোবরার থেকেও বেশি মারাত্মক। কিছু সাপ কামড় দিলে ব্যথা হয় না বা দাগও পড়ে না, কিন্তু বিষ এতটাই ভয়ঙ্কর যে অল্প সময়েই মৃত্যু হতে পারে। সতর্ক থাকুন এই নিঃশব্দ ঘাতকদের থেকে...
advertisement
বিষধর সাপ বলতেই অধিকাংশ মানুষের মনে আসে কিং কোবরার নাম। কিং কোবরা এমন এক সাপ, যার বিষ সম্পর্কে সবাই কমবেশি জানেন। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রাঞ্জলি ভুজবল জানিয়েছেন, কিং কোবরা কামড়ানোর ফলে মৃত্যুর হার অনেক সময় ভারতের অন্য কিছু সাপের তুলনায় কম হয়। আজ আমরা এমন কিছু সাপের কথা জানব, যারা কিং কোবরা থেকেও বিপজ্জনক।
advertisement
প্রাঞ্জলি ভুজবলের মতে, ইন্ডিয়ান কোবরা (Indian Cobra) হল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর একটি। এই সাপের বিষে থাকে সিন্যাপ্টিক নিউরোটক্সিন ও কার্ডিও টক্সিন, যা স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রে সরাসরি আঘাত হানে। সাধারণত এই সাপ ১ থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে এবং মূলত ইঁদুর শিকার করে। শিকারের খোঁজে এটি মানুষের আশপাশে চলে আসে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement