Poisonous Snakes in India: কিং কোবরার থেকেও ভয়ঙ্কর! ছোবল দিলে হয় না যন্ত্রণাও, ভারতের এই ৪ সাপ ‘সাইলেন্ট কিলার!’

Last Updated:
Poisonous Snakes in India: ভারতের চারটি বিষধর সাপ কিং কোবরার থেকেও বেশি মারাত্মক। কিছু সাপ কামড় দিলে ব্যথা হয় না বা দাগও পড়ে না, কিন্তু বিষ এতটাই ভয়ঙ্কর যে অল্প সময়েই মৃত্যু হতে পারে। সতর্ক থাকুন এই নিঃশব্দ ঘাতকদের থেকে...
1/8
যে সাপটি দেখে মনে হবে সাধারণ, কিন্তু আসলে তা নিঃশব্দ ঘাতক! এই সাপ ছোবল দিলে ব্যথাও হবে না, দাগও পড়বে না, কিন্তু এর বিষে মৃত্যু নিশ্চিত। এমনই ভয়ঙ্কর কিছু সাপ ভারতের মাটিতে রয়েছে, যেগুলো কিং কোবরা থেকেও বেশি মারাত্মক।
যে সাপটি দেখে মনে হবে সাধারণ, কিন্তু আসলে তা নিঃশব্দ ঘাতক! এই সাপ ছোবল দিলে ব্যথাও হবে না, দাগও পড়বে না, কিন্তু এর বিষে মৃত্যু নিশ্চিত। এমনই ভয়ঙ্কর কিছু সাপ ভারতের মাটিতে রয়েছে, যেগুলো কিং কোবরা থেকেও বেশি মারাত্মক।
advertisement
2/8
বিষধর সাপ বলতেই অধিকাংশ মানুষের মনে আসে কিং কোবরার নাম। কিং কোবরা এমন এক সাপ, যার বিষ সম্পর্কে সবাই কমবেশি জানেন। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রাঞ্জলি ভুজবল জানিয়েছেন, কিং কোবরা কামড়ানোর ফলে মৃত্যুর হার অনেক সময় ভারতের অন্য কিছু সাপের তুলনায় কম হয়। আজ আমরা এমন কিছু সাপের কথা জানব, যারা কিং কোবরা থেকেও বিপজ্জনক।
বিষধর সাপ বলতেই অধিকাংশ মানুষের মনে আসে কিং কোবরার নাম। কিং কোবরা এমন এক সাপ, যার বিষ সম্পর্কে সবাই কমবেশি জানেন। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রাঞ্জলি ভুজবল জানিয়েছেন, কিং কোবরা কামড়ানোর ফলে মৃত্যুর হার অনেক সময় ভারতের অন্য কিছু সাপের তুলনায় কম হয়। আজ আমরা এমন কিছু সাপের কথা জানব, যারা কিং কোবরা থেকেও বিপজ্জনক।
advertisement
3/8
প্রাঞ্জলি ভুজবলের মতে, ইন্ডিয়ান কোবরা (Indian Cobra) হল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর একটি। এই সাপের বিষে থাকে সিন্যাপ্টিক নিউরোটক্সিন ও কার্ডিও টক্সিন, যা স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রে সরাসরি আঘাত হানে। সাধারণত এই সাপ ১ থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে এবং মূলত ইঁদুর শিকার করে। শিকারের খোঁজে এটি মানুষের আশপাশে চলে আসে।
প্রাঞ্জলি ভুজবলের মতে, ইন্ডিয়ান কোবরা (Indian Cobra) হল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর একটি। এই সাপের বিষে থাকে সিন্যাপ্টিক নিউরোটক্সিন ও কার্ডিও টক্সিন, যা স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রে সরাসরি আঘাত হানে। সাধারণত এই সাপ ১ থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে এবং মূলত ইঁদুর শিকার করে। শিকারের খোঁজে এটি মানুষের আশপাশে চলে আসে।
advertisement
4/8
রাসেল ভাইপার (Russell’s Viper) নামেও একটি অতিশয় বিষাক্ত সাপ রয়েছে, যাকে মৃত্যু’র দ্বিতীয় নাম বলা হয়। এই সাপ কামড়ালে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রক্ত জমাট বাঁধতে শুরু করে। দেখতে এটি অনেকটা আজগরের মতো লাগে, তাই মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে।
রাসেল ভাইপার (Russell’s Viper) নামেও একটি অতিশয় বিষাক্ত সাপ রয়েছে, যাকে মৃত্যু’র দ্বিতীয় নাম বলা হয়। এই সাপ কামড়ালে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রক্ত জমাট বাঁধতে শুরু করে। দেখতে এটি অনেকটা আজগরের মতো লাগে, তাই মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে।
advertisement
5/8
কমন ক্রেইট (Common Krait) নামক সাপটিকে কোবরা থেকেও বেশি ভয়ঙ্কর ধরা হয়। এই সাপকে বলা হয়
কমন ক্রেইট (Common Krait) নামক সাপটিকে কোবরা থেকেও বেশি ভয়ঙ্কর ধরা হয়। এই সাপকে বলা হয় "সাইলেন্ট কিলার"। কারণ এটি সাধারণত রাতের অন্ধকারে সক্রিয় হয় এবং কামড়ানোর পর কোনো ব্যথা হয় না, এমনকি কোনো চিহ্নও শরীরে দেখা যায় না। ফলে বিষ ছড়িয়ে যাওয়ার সময় বুঝে ওঠার আগেই সব শেষ।
advertisement
6/8
প্রাঞ্জলি ভুজবল বলেন, ভারতীয় ব্যান্ডেড ক্রেইট (Banded Krait) হল আরেকটি মারাত্মক বিষধর সাপ। এর বিষে থাকে নিউরোটক্সিন, যা শরীরে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার ফলে দ্রুতই মৃত্যু ঘটে।
প্রাঞ্জলি ভুজবল বলেন, ভারতীয় ব্যান্ডেড ক্রেইট (Banded Krait) হল আরেকটি মারাত্মক বিষধর সাপ। এর বিষে থাকে নিউরোটক্সিন, যা শরীরে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার ফলে দ্রুতই মৃত্যু ঘটে।
advertisement
7/8
এইসব সাপদের মধ্যে বেশিরভাগই গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে ইঁদুরের খোঁজে বা আবাসস্থল খুঁজতে গিয়ে। তাই সতর্ক থাকা খুব জরুরি। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কোন সাপ কতটা ভয়ঙ্কর, কারণ এগুলো নিঃশব্দে কাজ করে।
এইসব সাপদের মধ্যে বেশিরভাগই গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে ইঁদুরের খোঁজে বা আবাসস্থল খুঁজতে গিয়ে। তাই সতর্ক থাকা খুব জরুরি। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কোন সাপ কতটা ভয়ঙ্কর, কারণ এগুলো নিঃশব্দে কাজ করে।
advertisement
8/8
ভারতের বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় এই বিষধর সাপগুলো প্রায়শই দেখা যায়। এদের সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো খুবই জরুরি, কারণ সময়মতো চিকিৎসা না পেলে এদের বিষ নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে।
ভারতের বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় এই বিষধর সাপগুলো প্রায়শই দেখা যায়। এদের সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো খুবই জরুরি, কারণ সময়মতো চিকিৎসা না পেলে এদের বিষ নিশ্চিত মৃত্যুর কারণ হতে পারে।
advertisement
advertisement
advertisement