Most Handsome Men 2024: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, রয়েছেন হৃত্বিকও! কত নম্বরে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Most Handsome Men 2024: সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না।
সৌন্দর্যের কোনও সংজ্ঞা হয় না। যিনি দেখছেন তাঁর চোখে যা সুন্দর সেটাই তাঁর কাছে সৌন্দর্য। তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না।
advertisement
সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমেই রয়েছেন কিম তেইহিউং। বিটিএস- এর অন্যতম সদস্য। ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন, কম্পোজ করেন এবং গান। গত ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদানের আগে ভি ' লেওভার ' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতামহলে সমাদৃত হয়। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি তিনি অ্যান্টি - টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন।
advertisement
ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা। একাধিক জেনারেশন ধরে তাঁর রূপের ভক্ত মানুষ। ভোটিংয়ে ২ নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম।
advertisement
রায়ান রেনল্ড হয়েছেন তৃতীয় বাছাই। একজন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী রায়ান। ডেডপুল-এ ওয়েড উইলিয়মসনের চরিত্রে নজর কেড়েছিলেন রায়ান।
advertisement
হেনরি কাভিল, সুপারম্যান। ২০১৩ সালে ম্যান অফ স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
advertisement
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কহো না প্যায়ার হ্যায় ছবির পর। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় ৫ম হৃত্বিক।
advertisement
advertisement
এক সময় ছিলেন বিশ্বের সবচেয়ে সুপুরুষ। এখন তালিকায় সপ্তম। ৬১ বছরের জর্জ ক্লুনি প্রজন্মের পর প্রজন্ম আকর্ষণীয় পুরুষের তালিকায় রয়েছেন।
advertisement
advertisement
রায়ান গলসিং, লম্বা ও পেশিবহুল চেহারার অভিনেতা। ছবি ও টেলিভিশন দুই জায়গায় অভিনয় করে সেরা আকর্ষণীয় পুরুষদের তালিকায় নবম তিনি।
advertisement