General Knowledge Story: মহিলা না পুরুষ? বুদ্ধিতে বাজিমাত কাদের? উত্তর শুনলে খুশিই হবেন, আবার ভাঙতে পারে মন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ভিয়েনার ইন্সটিটিউট অফ অ্যাপলাইড সাইকোলজি ইউনিভারসিটির তথ্য অনুযায়ী, মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমতী। ৮ হাজার মানুষের উপর একটি গবেষণা চালিয়ে এই তথ্য় উঠে এসেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
মহিলাদের বুদ্ধিমত্তাকে কীভাবে অবমূল্যায়ন করা হয়েছে তার উপর একটি বই লিখেছেন মিসেস সাইনি। তিনি বলেছেন, "এটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত যে নারী এবং পুরুষদের মধ্যে সাধারণ বুদ্ধিমত্তার মধ্যে গড়ে কোনও পার্থক্য নেই তবে এটাও ঠিক যে পুরুষদের তুলনায় মহিলাদের গড় মস্তিষ্ক কিছুটা ছোট কারণ তাদের গড় আকার কিছুটা ছোট।"
advertisement
advertisement
ভ্যান ডার লিন্ডেন এবং তাঁর সহকর্মীরা ২২ থেকে ৩৭ বছর বয়সী লোকেদের বিশদ এমআরআই স্ক্যান করেন। তাঁদের মস্তিষ্কের আয়তন এবং তাঁদের সেরিব্রাল কর্টেক্সের ক্ষেত্রগুলিও মাপা হয়। সবার আইকিউও পরিমাপ করা হয়েছিল। যেখানে দেখা গিয়েছে পুরুষদের মস্তিষ্কের গড় আয়তন কিছুটা বড় হওয়ায়, তাগের আইকিউ স্কোরও কিছুটা বেশি।