হঠাৎ ভারী ভারী... যুবকের চলন্ত বাইকের পেছনে বসল কে? ঘুরে তাকাতেই সব শেষ!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফুরফুরে মন নিয়ে চা বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন বিনীত খড়িয়া। হঠাৎ করেই চা বাগানের ভেতর কিছু একটা শব্দ পেয়ে বাইকের গতি দ্রুত করেন তিনি। এর পরেই মনে হয় তাঁর পেছনে বসেছে কেউ!
কালচিনি, অনন্যা দে: বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফুরফুরে মন নিয়ে চা বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন বিনীত খড়িয়া। হঠাৎ করেই চা বাগানের ভেতর কিছু একটা শব্দ পেয়ে বাইকের গতি দ্রুত করেন তিনি। এরপরেই মনে হয় তাঁর পেছনে বসেছে কেন! কিন্তু কে? কী ভাবে সম্ভব? চলন্ত বাইকে উঠল কে?
advertisement
শুনশান রাস্তায় সেই মুহূর্তে কী করা উচিত বুঝে না পেয়ে বিনীত বাইক চালিয়ে আলোর কাছে এসে বাইক দাঁড় করিয়ে পেছনে ফিরতেই তাঁর শিরদাড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। ঘটনাস্থলের ৩০ মিটারের মধ্যে লোকালয় থাকায় তিনি চিৎকার শুরু করেন।
advertisement
সেই চিৎকার শুনেই বিনীতের পেছনে বসে থাকা আরোহীরূপী লেপার্ড তাকে থাবা বসায়। বিনীতের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসতে শুরু করলেই লেপার্ড পালায়।
advertisement
বিনীতের ওপর লেপার্ডের আক্রমণ দেখে কারও বুঝতে অসুবিধা রইল আটিয়াবাড়ী চা বাগানে এখনও রয়েছে লেপার্ড। বিনীত চা বাগানের গোদাম লাইনের বাসিন্দা। লেপার্ডের আক্রমণের সেই দৃশ্য এখনও তিনি ভুলে উঠতে পারছেন না। এই ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে।
advertisement