হঠাৎ ভারী ভারী... যুবকের চলন্ত বাইকের পেছনে বসল কে? ঘুরে তাকাতেই সব শেষ!

Last Updated:
বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফুরফুরে মন নিয়ে চা বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন বিনীত খড়িয়া। হঠাৎ করেই চা বাগানের ভেতর কিছু একটা শব্দ পেয়ে বাইকের গতি দ্রুত করেন তিনি। এর পরেই মনে হয় তাঁর পেছনে বসেছে কেউ!
1/5
কালচিনি, অনন্যা দে: বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফুরফুরে মন নিয়ে চা বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন বিনীত খড়িয়া।হটাৎ করেই চা বাগানের ভেতর কিছু একটা শব্দ পেয়ে বাইকের গতি দ্রুত করে সে। এরপরেই তার মনে হয় তার পেছনে বসেছে কেউ।
কালচিনি, অনন্যা দে: বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফুরফুরে মন নিয়ে চা বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন বিনীত খড়িয়া। হঠাৎ করেই চা বাগানের ভেতর কিছু একটা শব্দ পেয়ে বাইকের গতি দ্রুত করেন তিনি। এরপরেই মনে হয় তাঁর পেছনে বসেছে কেন! কিন্তু কে? কী ভাবে সম্ভব? চলন্ত বাইকে উঠল কে?
advertisement
2/5
শুনশান রাস্তায় সেই মুহূর্তে কী করা উচিত বুঝে না পেয়ে বিনীত বাইক চালিয়ে আলোর কাছে এসে বাইক দাঁড় করিয়ে পেছনে ফিরতেই তার শিরদাড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়।ঘটনাস্থলের ৩০ মিটারের মধ্যে লোকালয় থাকায় তিনি চিৎকার শুরু করেন।
শুনশান রাস্তায় সেই মুহূর্তে কী করা উচিত বুঝে না পেয়ে বিনীত বাইক চালিয়ে আলোর কাছে এসে বাইক দাঁড় করিয়ে পেছনে ফিরতেই তাঁর শিরদাড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। ঘটনাস্থলের ৩০ মিটারের মধ্যে লোকালয় থাকায় তিনি চিৎকার শুরু করেন।
advertisement
3/5
সেই চিৎকার শুনেই বিনীতের পেছনে বসে থাকা আরোহীরূপী লেপার্ড তাকে থাবা বসায়। বিনীতের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসতে শুরু করলেই লেপার্ড পালায়।
সেই চিৎকার শুনেই বিনীতের পেছনে বসে থাকা আরোহীরূপী লেপার্ড তাকে থাবা বসায়। বিনীতের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসতে শুরু করলেই লেপার্ড পালায়।
advertisement
4/5
বিনীতের ওপর লেপার্ডের আক্রমণ দেখে কারও বুঝতে অসুবিধা রইল আটিয়াবাড়ী চা বাগানে এখনও রয়েছে লেপার্ড।বিনীত চা বাগানের গোদাম লাইনের বাসিন্দা। লেপার্ডের আক্রমণের সেই দৃশ্য এখনও তিনি ভুলে উঠতে পারছেন না।এই ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে।
বিনীতের ওপর লেপার্ডের আক্রমণ দেখে কারও বুঝতে অসুবিধা রইল আটিয়াবাড়ী চা বাগানে এখনও রয়েছে লেপার্ড। বিনীত চা বাগানের গোদাম লাইনের বাসিন্দা। লেপার্ডের আক্রমণের সেই দৃশ্য এখনও তিনি ভুলে উঠতে পারছেন না। এই ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে।
advertisement
5/5
গতকাল রাতেই তাকে নিয়ে যাওয়া হয় উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। তার হাতে জখম রয়েছে।তবে এই ঘটনার পর আতঙ্কিত সকলে।
গতকাল রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। তার হাতে জখম রয়েছে। তবে এই ঘটনার পর আতঙ্কিত সকলে।
advertisement
advertisement
advertisement