সমস্ত প্রতিকূলতার মাঝে জীবন যেন এক নতুন রঙে রেঙে ওঠে ৷ মায়ের স্পর্শেই এক যাদু, এক আপনজনের কথা বারেবারে মনে পড়ে ৷ মা ভবতারিণী জগৎ জুড়ে তাঁর সন্তানদের রক্ষা করে থাকেন ৷ মা কৃপাময়ী মায়ের কৃপার সাগরে অবগাহন করলেই জীবনের যেকোনও সমস্যার সমাধান হয়ে থাকে ৷ মা ভবতারিণী বিশাল শক্তি ও উজ্জ্বলতম উপস্থিতি এক হয় হাজার দিক থেকে জীবনকে সুন্দর করে তোলে ৷ মা ভবতারিণী সব ধরনের বাধা বিপত্তি থেকে সন্তানকে রক্ষা করে থাকেন ৷