Lottery Tricks: লটারির টিকিট কাটছেন? ভাগ্যের চাকা ঘোরাতে মেনে চলুন কিছু টিপস! আপনিও হতে পারেন কোটিপতি!

Last Updated:
টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক করা ভীষণ জরুরি। টিকিট কেনার সময় মাঝের নম্বরটি বাছাই করে নিন। এই ক্ষেত্রে অনেক সময় ভাগ্য আপনার সহায়ক হয়ে উঠতে পারে।
1/6
চেন্নাইয়ের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া শ্রীরাম ১৯৯৮ সালে সৌদি আরব পাড়ি দেন। সেখানে চাকরি করার পাশাপাশি তিনি স্ত্রী ও দুই পুত্রকে বড় করে তোলেন। অবসর গ্রহণের পর ২০২৩ সালে তিনি চেন্নাই ফিরে এসে শান্ত জীবনের পরিকল্পনা করছিলেন — কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্য কিছুই ভেবেছিল।
রোজ রোজ লটারি কাটেন অথচ কিছুতেই খুলছে না বন্ধ ভাগ্যের তালা? তাহলে জেনে নিতে হবে লটারি কাটার সঠিক কৌশল।
advertisement
2/6
খেলোয়াড়দের ১ থেকে ৩৭ সংখ্যার মধ্যে থেকে ৭টি সংখ্যা বেছে নিতে হয়। আপনি নিজে নম্বর বেছে নিতে পারেন (manual pick) বা "quick pick" ব্যবহার করতে পারেন যেখানে সিস্টেমই এলোমেলো নম্বর বেছে দেবে।
টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক করা ভীষণ জরুরি।টিকিট কেনার সময় মাঝের নম্বরটি বাছাই করে নিন। এই ক্ষেত্রে অনেক সময় ভাগ্য আপনার সহায়ক হয়ে উঠতে পারে।
advertisement
3/6
আপনার টিকিট কাটার আগে যে টিকিটের পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে সেই টিকিটের নাম্বারটি বাদ দিয়ে টিকিট কাটবেন। আপনি যদি শাস্ত্র মেনে থাকেন তাহলে যে বার আপনার জন্য শুভ সেই বারেই লটারি কাটার চেষ্টা করুন।
আগেরবারে জেতা লটারির মাঝের নম্বরের সঙ্গে সাদৃশ্য রেখে টিকিট কাটুন। বিপরীত নম্বরটিও দেখতে পারেন অপশন হিসাবে।মাঝের নম্বরের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন।
advertisement
4/6
উল্লেখ্য, এমিরেটস ড্র-এর পরিচালনাকারী সংস্থা Tycheros ২০২৩ সালের শেষে UAE-তে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, নতুন নিয়মের কারণে। জাতীয় লটারি লাইসেন্স না পেয়ে তারা এখন বৈশ্বিক বাজারে ফোকাস করছে। বর্তমানে The UAE Lottery পরিচালনা করছে The Game LLC।
কোথা থেকে টিকিট কাটছেন সেটিও ভীষণ গুরুত্বপূর্ণ। যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকেই টিকিট কাটা উচিত।
advertisement
5/6
চেন্নাইয়ের অবসরপ্রাপ্ত এক ইঞ্জিনিয়র শ্রীরাম রাজাগোপালনের জন্য একটি সাধারণ ফোন ট্যাপই জীবন বদলে দেয়। চোখ বন্ধ করে ফোনের স্ক্রিনে ট্যাপ করে যেসব নম্বর তিনি বেছে নিয়েছিলেন, সেটিই তাঁকে এনে দেয় ২২৫ কোটি টাকার বিশাল লটারি পুরস্কার। এমিরেটস ড্র-র MEGA7 গেমে তিনি এই পরিমাণ পুরস্কার জেতেন, যা ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ লটারি জয়।
আগের বিজেতার যা মিডল নম্বর ছিল তার বিপরীত নম্বর বেছে নিতে পারেন। অনেক ক্ষেত্রে এই ট্রিকস কাজে আসতে পারে।আপনি আপনার ব্যক্তিগত লাকি নম্বর যেমন, জন্মদিন, বিবাহবার্ষিকী, সন্তানদের জন্মদিন প্রভৃতি বাছাই করে নিতে পারেন।
advertisement
6/6
এছাড়া যে সমস্ত ব্যক্তি লটারি কেটে পুরস্কৃত হয়েছেন সে সমস্ত ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করুন, বাদ বাকিটা ভাগ্যের উপর নির্ভর করছে। তবে উপরের নিয়ম মেনে চললে আপনার লটারি জেতার সম্ভাবনা বেশি।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement