Lakshmi Puja 2024: দুর্ভাগ্য পিছু ছাড়বে, টাকায়-টাকায় ভরবে জীবন, শুধু লক্ষী পুজোর দিন এই ৪টে কাজ ভুলেও করবেন না

Last Updated:
মা লক্ষীকে খুশি করতে পুজোর সময় এই ৪টে ভুল ভুলেও নয়, দেখবেন টাকাব টাকায় জীবন ভরে উঠেছে
1/5
১৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। বিশিষ্ট জ্যোতিষী পূবালী বহু শাস্ত্রী জানান, লক্ষ্মীপুজোর সময় ভুলেও এই কাজগুলো করবেন না, মা লক্ষী রুষ্ট হবেন। আর কিছুদিন পরেই প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষী। এদিন মায়ের লক্ষ্মী পুজো করলে মনের বাসনা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
১৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। বিশিষ্ট জ্যোতিষী পূবালী বহু শাস্ত্রী জানান, লক্ষ্মীপুজোর সময় ভুলেও এই কাজগুলো করবেন না, মা লক্ষী রুষ্ট হবেন। আর কিছুদিন পরেই প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষী। এদিন মায়ের লক্ষ্মী পুজো করলে মনের বাসনা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
advertisement
2/5
সারা বছর লক্ষীর আশীর্বাদ পেতে এই বিশেষ সময় মেনে চলতে হবে কিছু নিয়ম। তবেই বছরভর টাকায় ভরা থাকবে জীবন। জ্যোতিষী পূবালী ঘোষ শাস্ত্রী বলেন, মা লক্ষ্মীর পুজোয় ভুলেও লোহার তৈরি কোনও বাসন ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী  যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।
সারা বছর লক্ষীর আশীর্বাদ পেতে এই বিশেষ সময় মেনে চলতে হবে কিছু নিয়ম। তবেই বছরভর টাকায় ভরা থাকবে জীবন। জ্যোতিষী পূবালী ঘোষ শাস্ত্রী বলেন, মা লক্ষ্মীর পুজোয় ভুলেও লোহার তৈরি কোনও বাসন ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী  যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।
advertisement
3/5
লাল,গোলাপি, হলুদ কিংবা কমলা বস্ত্র পরিধান করে  লক্ষীর পুজো করুন। কালো কিংবা সাদা বস্ত্র পরবেন না।
লাল,গোলাপি, হলুদ কিংবা কমলা বস্ত্র পরিধান করে  লক্ষীর পুজো করুন। কালো কিংবা সাদা বস্ত্র পরবেন না।
advertisement
4/5
লক্ষ্মী পুজার সময় কাসর ঘণ্টা ভুলেও বাজাবেন না।
লক্ষ্মী পুজার সময় কাসর ঘণ্টা ভুলেও বাজাবেন না।
advertisement
5/5
লক্ষ্মী পুজোর সময় কোনওভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না।
লক্ষ্মী পুজোর সময় কোনওভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না।
advertisement
advertisement
advertisement