Knowledge Story: তারের এই টুকরোকে Safety Pin বলা হয় কেন জানেন? নেপথ্যের ইতিহাস জানলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সেফটি পিনের নেপথ্যের ইতিহাস জানেন কি? এর নামের পেছনের আসল গল্পই বা কী? কী কারণে এবং কীভাবে এটি উদ্ভাবিত হয়েছিল?
সেফটি পিনের নামের সঙ্গে 'সেফটি' শব্দটি যুক্ত আছে। কিন্তু এটিকে রক্ষা করার পরিবর্তে, মানুষ এটিকে আরও অনেক কাজে ব্যবহার করে। দাঁত পরিষ্কার করা থেকে শুরু করে ইমার্জেন্সিতে ছেঁড়া জামাকাপড় পরতে বা কখনও তো লোকেরা এটিকে বোতাম হিসাবেও ব্যবহার করে। কারণ এই ছোট্ট জরুরি তারের বাঁকানো টুকরোটি বিপদে একেকসময় দারুণভাবে কাজে লাগে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সেফটি পিন নাম কেন? এটাও বলা হয় যে হান্টের এই আবিষ্কারের পর তারের পরিবর্তে এই পিন ব্যবহার করা হয়েছিল। এই পিন দিয়ে মানুষের আঙুল রক্ষা করা হতো। এই পিনের কারণে আঙুলে আঘাত লাগার ঘটনা অনকটাই কমে গিয়েছিল, যার কারণে একে সেফটি পিন বলা হয়। যদিও এটির গুরুত্বপূর্ণ কাজটি শুধুমাত্র কাপড়ে ব্যবহৃত ড্রেস পিন হিসাবে। শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ সবকিছুর জন্য মহিলারা সেফটি পিন ব্যবহার করেন। আঘাত থেকে হাত ও আঙুল নিরাপদ রাখার জন্য একে সেফটি পিন বলা হয়।