Knowledge Story: সমুদ্রে ফেলে দেওয়া হয় ২৫৮০টি মেট্রো রেলের বগি, বাঁচল অনেক প্রাণ, অবাক সিদ্ধান্ত প্রশাসনের

Last Updated:
Knowledge Story: কখনও শুনেছেন বাতিল হওয়া মেট্রোর কোচ সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। অবাক হলেও সত্যি। ২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে তাই একদম অন্য এক উপায় নেয় এই শহরের পুরসভা।
1/8
ট্রেন বা মেট্রোর বগি বা কোচগুলি দীর্ঘ দিন ব্যবহার করার পর একটা সময় ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। যখন সেগুলি একেবারে অচল হয়ে যায় তখন সেগুলিকে নষ্ট করে দিতে হয়।
ট্রেন বা মেট্রোর বগি বা কোচগুলি দীর্ঘ দিন ব্যবহার করার পর একটা সময় ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। যখন সেগুলি একেবারে অচল হয়ে যায় তখন সেগুলিকে নষ্ট করে দিতে হয়।
advertisement
2/8
কিন্তু ট্রেন বা মেট্রোর কামড়া নষ্ট করতে গলেও অনেক টাকা খরচ করতে হয় প্রশাসনকে। আর একেবার নষ্ট করে দিলে সেই কোচগুলি দিয়ে অন্য কোনও কাজে লাগানোর পরিস্থিতি থাকে না।
কিন্তু ট্রেন বা মেট্রোর কামড়া নষ্ট করতে গলেও অনেক টাকা খরচ করতে হয় প্রশাসনকে। আর একেবার নষ্ট করে দিলে সেই কোচগুলি দিয়ে অন্য কোনও কাজে লাগানোর পরিস্থিতি থাকে না।
advertisement
3/8
কিন্তু কখনও শুনেছেন বাতিল হওয়া মেট্রোর কোচ সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। অবাক হলেও সত্যি। ২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে তাই একদম অন্য এক উপায় নেয় এই শহরের পুরসভা।
কিন্তু কখনও শুনেছেন বাতিল হওয়া মেট্রোর কোচ সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। অবাক হলেও সত্যি। ২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে তাই একদম অন্য এক উপায় নেয় এই শহরের পুরসভা।
advertisement
4/8
এবার ভাবছেন কেন এমন করা হল? এমন করার কারণটা কী? আর কোন শহের পুরসভা এমন সিদ্ধান্ত নিয়েছিল। এই পথ বেছে নিয়েছিল আমেরিকার নিউইয়র্কের পুরসভা। আর এর পেছনে ছিল এক মহৎ উদ্দেশ্য।
এবার ভাবছেন কেন এমন করা হল? এমন করার কারণটা কী? আর কোন শহের পুরসভা এমন সিদ্ধান্ত নিয়েছিল। এই পথ বেছে নিয়েছিল আমেরিকার নিউইয়র্কের পুরসভা। আর এর পেছনে ছিল এক মহৎ উদ্দেশ্য।
advertisement
5/8
ওই ১০ বছরে দেখা গিয়েছিল মোট ২ হাজার ৫৮০টি মেট্রোর কামরা বাতিল হয়। সেসব বাতিল কামরা যদি সঠিক নিয়ম মেনে নষ্ট করে দেওয়া হত তাহলে নিউ ইয়র্ক পুর পরিবহণ দফতরের খরচ হত ৩০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা এখন দাঁড়ায় ২৪৬ কোটি টাকার বেশি।
ওই ১০ বছরে দেখা গিয়েছিল মোট ২ হাজার ৫৮০টি মেট্রোর কামরা বাতিল হয়। সেসব বাতিল কামরা যদি সঠিক নিয়ম মেনে নষ্ট করে দেওয়া হত তাহলে নিউ ইয়র্ক পুর পরিবহণ দফতরের খরচ হত ৩০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা এখন দাঁড়ায় ২৪৬ কোটি টাকার বেশি।
advertisement
6/8
কিন্তু সম্পূর্ণ অন্য পরিকল্পনা নেয় নিউইয়র্ক পুরসভা। মেট্রোর বগিগুলিকে ভাল করে ধুয়ে মুছে সাফ করে জাহাজে করে নিয়ে যাওয়া হয় নিউ জার্সির সমুদ্রে। সেখানে গিয়ে সব বগিগুলিকে জলে ফেলে দেওয়া হয়।
কিন্তু সম্পূর্ণ অন্য পরিকল্পনা নেয় নিউইয়র্ক পুরসভা। মেট্রোর বগিগুলিকে ভাল করে ধুয়ে মুছে সাফ করে জাহাজে করে নিয়ে যাওয়া হয় নিউ জার্সির সমুদ্রে। সেখানে গিয়ে সব বগিগুলিকে জলে ফেলে দেওয়া হয়।
advertisement
7/8
সমুদ্রের তলদেশে গিয়ে মেট্রোর বগিগুলি কৃত্রিম প্রবাল প্রাচীরের কাজ করে। সেখানে সেগুলির গায়ে ক্রমে গজিয়ে ওঠে প্রচুর গাছপালা। কোরালদেরও আস্তানা তৈরি হয় এইসব কামরা। নিউইয়র্ক পুরসভার পরিকল্পনা অল্প সময়ের মধ্যে কাজেও লাগে।
সমুদ্রের তলদেশে গিয়ে মেট্রোর বগিগুলি কৃত্রিম প্রবাল প্রাচীরের কাজ করে। সেখানে সেগুলির গায়ে ক্রমে গজিয়ে ওঠে প্রচুর গাছপালা। কোরালদেরও আস্তানা তৈরি হয় এইসব কামরা। নিউইয়র্ক পুরসভার পরিকল্পনা অল্প সময়ের মধ্যে কাজেও লাগে।
advertisement
8/8
বগিগুলির মধ্যে এখন পুরোপুরি শৈবাল গজিয়ে গিয়েছে। যা অনেক সামুদ্রিক প্রাণের বাড়ি হয়ে উঠেছে। জলের তলায় বগিগুলির ছবিও সাননে এসেছে। নিউইয়র্ক পুরসভার এই উদ্যোগকে সেই সময় কুর্নিশ জানিয়েছিল অনেকেই।
বগিগুলির মধ্যে এখন পুরোপুরি শৈবাল গজিয়ে গিয়েছে। যা অনেক সামুদ্রিক প্রাণের বাড়ি হয়ে উঠেছে। জলের তলায় বগিগুলির ছবিও সাননে এসেছে। নিউইয়র্ক পুরসভার এই উদ্যোগকে সেই সময় কুর্নিশ জানিয়েছিল অনেকেই।
advertisement
advertisement
advertisement