আজ মহাসপ্তমী, মা কালীর উৎপাটিত কেশ থেকেই জন্ম হয়েছিল ভয়ঙ্কর মূর্তিধারী দেবী কালরাত্রির

Last Updated:
1/5
• নবদুর্গার অন্যতম এক রুপ। কথিত আছে চন্ড-মুন্ড নামক দুই অসুর মা কালীর ভয়ে ভীত হয়ে সমস্ত ব্রহ্মান্ডে পালিয়ে বেড়াচ্ছিল। তখন মা কালী অতিশয় ক্রুদ্ধা হয়ে নিজের মাথার কেশ উৎপাটন করলেন।
• নবদুর্গার অন্যতম এক রুপ। কথিত আছে চন্ড-মুন্ড নামক দুই অসুর মা কালীর ভয়ে ভীত হয়ে সমস্ত ব্রহ্মান্ডে পালিয়ে বেড়াচ্ছিল। তখন মা কালী অতিশয় ক্রুদ্ধা হয়ে নিজের মাথার কেশ উৎপাটন করলেন।
advertisement
2/5
• সেই কেশ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দেবী কালরাত্রির সৃষ্টি হল। সেই কালরাত্রি দেবী চন্ড ও মুন্ডকে ধরে নিয়ে এলেন এবং সেই অসুরদ্বয়ের শিরচ্ছেদ করলেন মা কালী। মা কালীরই আরেক রূপ কালরাত্রি দেবী।
• সেই কেশ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দেবী কালরাত্রির সৃষ্টি হল। সেই কালরাত্রি দেবী চন্ড ও মুন্ডকে ধরে নিয়ে এলেন এবং সেই অসুরদ্বয়ের শিরচ্ছেদ করলেন মা কালী। মা কালীরই আরেক রূপ কালরাত্রি দেবী।
advertisement
3/5
• বড় ভয়ঙ্করী এই মূর্তি, ধ্যানবর্ণনা অণুযায়ী। এঁর গায়ের রং ঘনকৃষ্ণবর্ণা। মাথার চুল এলো করা, দিগম্বরী, সারা শরীরে কর্ণিকা কণ্টকের মালা, তৈলাক্ত শরীর, ত্রিনেত্রা, কোটরাগত গোল চোখ, শ্বাসপ্রশ্বাসে আগুনের মতো হল্কা বের হচ্ছে। এঁর বাহন গর্দভ। চতুর্ভুজা, দক্ষিণ দুই হাতে বরাভয়, বাম দুই হাতে খড়গ ওলোহার কাঁটা।
• বড় ভয়ঙ্করী এই মূর্তি, ধ্যানবর্ণনা অণুযায়ী। এঁর গায়ের রং ঘনকৃষ্ণবর্ণা। মাথার চুল এলো করা, দিগম্বরী, সারা শরীরে কর্ণিকা কণ্টকের মালা, তৈলাক্ত শরীর, ত্রিনেত্রা, কোটরাগত গোল চোখ, শ্বাসপ্রশ্বাসে আগুনের মতো হল্কা বের হচ্ছে। এঁর বাহন গর্দভ। চতুর্ভুজা, দক্ষিণ দুই হাতে বরাভয়, বাম দুই হাতে খড়গ ওলোহার কাঁটা।
advertisement
4/5
• ত্রিনেত্রা দিয়ে তিনি ত্রিলোক দর্শন করেছেন, সদা জাগ্রতা, রক্ষা করেছেন, চন্দ্র-সূর্য-অগ্নি তাঁর নেত্র, জীবকে সর্বদা সর্বোতভাবে পালন করছেন তাঁর ত্রিনেত্রে।
• ত্রিনেত্রা দিয়ে তিনি ত্রিলোক দর্শন করেছেন, সদা জাগ্রতা, রক্ষা করেছেন, চন্দ্র-সূর্য-অগ্নি তাঁর নেত্র, জীবকে সর্বদা সর্বোতভাবে পালন করছেন তাঁর ত্রিনেত্রে।
advertisement
5/5
• রুধিরাক্ত ওষ্ঠদ্বয় সদা দন্তপংক্তিতে চেপে রেখেছেন। লাল রক্ত রজোগুণের, আর সাদা দাঁত সত্ত্বগুণের প্রতীক। সত্ত্বগুণ দিয়ে রজোগুণকে অভিভূত করে রেখেছেন।
• রুধিরাক্ত ওষ্ঠদ্বয় সদা দন্তপংক্তিতে চেপে রেখেছেন। লাল রক্ত রজোগুণের, আর সাদা দাঁত সত্ত্বগুণের প্রতীক। সত্ত্বগুণ দিয়ে রজোগুণকে অভিভূত করে রেখেছেন।
advertisement
advertisement
advertisement