In-Flight Charging with Power Bank: বিমানে চড়ার সময় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল DGCA! কড়া নিয়ম না মানলেই বিপদ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
In-Flight Charging with Power Bank: Directorate General of Civil Aviation (DGCA) বিমানে ফোন বা অন্য গ্যাজেট চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করেছে। DGCA-র নিয়ম অনুযায়ী, বিমানে ফোন বা অন্য গ্যাজেট চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা যাবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
“এই সার্কুলার সব এয়ার অপারেটর এবং এয়ারপোর্ট অপারেটরদের জন্য, যাতে তারা lithium battery, রিচার্জেবল lithium battery (power bank ইত্যাদি) এবং lithium battery-যুক্ত রিচার্জেবল ডিভাইস (laptop, cell phone, tablet ইত্যাদি) বহন ও ব্যবহারের সেফটি রিস্ক ম্যানেজমেন্ট আরও শক্তিশালী করে এবং lithium battery-র তাপজনিত দুর্ঘটনা কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়,” এই বিষয়গুলি সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement







