ঘরে নেটওয়ার্ক আসছিল না, ফোন নিয়ে বারান্দায় দাঁড়াতেই বিপদ! ১৮ তলা থেকে পড়ে মৃত্যু ইন্ডিয়ান অয়েল কর্তার! নয়ডায় চাঞ্চল্যকর ঘটনা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ঘরে কিছুতেই মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছিলেন না। তাই ফোন নিয়ে ব্যালকনিতে চলে গিয়েছিলেন ইন্ডিয়ান অয়েলের এক কর্তা। তিনি তখন ছিলেন একটি বহুতলের ১৮ তলায়।
নয়ডা: ঘরে কিছুতেই মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছিলেন না। তাই ফোন নিয়ে ব্যালকনিতে চলে গিয়েছিলেন ইন্ডিয়ান অয়েলের এক কর্তা। তিনি তখন ছিলেন একটি বহুতলের ১৮ তলায়। ব্যালকনিতে দাঁড়িয়ে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার চেষ্টায় মগ্ন ইন্ডিয়ান অয়েলের সেই কর্তা পা পিছলে নীচে পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
শনিবার ঘটনাটি ঘটেছে নয়ডায় ১০৪ নম্বর সেক্টরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় গর্গ। তিনি দিল্লিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন তিনি। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। কিছুক্ষণ কথাও হয় তাঁর স্ত্রীর সঙ্গে। সেখানেই তিনি কথা শুনতে না পেয়ে তখন তিনি ব্যালকনিতে যান।
প্রতিবেশীরা জানাচ্ছেন, এর কিছুক্ষণ পরেই ওই বহুতলে হুলস্থুল পড়ে যায়। তখন জানা যায়, এক ব্যক্তি বহুতল থেকে নীচে পড়ে গিয়েছেন। বহুতলের নিরাপত্তারক্ষীরা প্রথমে লক্ষ্য করেন অজয়কে। এরপরেই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পা পিছলেই বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে অজয়ের। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 7:55 PM IST










