Indian Railways: AC কোচের যাত্রী স্টেশনে ঘুরঘুর করছিল, সন্দেহ হল RPF-এর, 'টিম' গেল তার বাড়ি,সেখানেই 'চিচিং ফাঁক',যা সামনে এল, খোদ পুলিশের চোখ ছানাবড়া
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এক যাত্রী মুম্বইয়ের কল্যাণ রেলওয়ে স্টেশনে এসি কোচ থেকে নেমেছিলেন, কিন্তু স্টেশন থেকে বার হতে তাঁর ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এতে আরপিএফ-এর সন্দেহ হয়।
প্রত্যেকদিন লাখো লাখো যাত্রী ট্রেনে সফর করেন। ট্রেনে ঘটনার ঘনঘটা! নিত্যদিন কত কী না ঘটছে! সদ্য সামনে এসেছে এমন একটি ঘটনা, যা শুনলে চমকে যাবেন! জানা যায়, এক যাত্রী মুম্বইয়ের কল্যাণ রেলওয়ে স্টেশনে এসি কোচ থেকে নেমেছিলেন, কিন্তু স্টেশন থেকে বার হতে তাঁর ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এতে আরপিএফ-এর সন্দেহ হয়।
Image: News18
Image: News18
advertisement
advertisement
রেলওয়ের মতে, ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা ও তাঁর স্বামী ২২৯৪৪ ইন্দোর-দৌন্ড এক্সপ্রেস ট্রেনে চেপে ইন্দোর থেকে লোনাভালার উদ্দেশে রওনা দিয়েছিলেন, একটি ধর্মীয় ভাগবত কথা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। রাতে খাবার খাওয়ার পর, দু’জনেই ঘুমিয়ে পড়েন। ওই বৃদ্ধা খুব সতর্ক প্রকৃতির ছিলেন, তাই তিনি সবসময় তাঁর হ্যান্ডব্যাগ পাশে রেখেই ঘুমাতেন এবং সেভাবেই শুয়ে ছিলেন। Representative Image Image Generated By AI
advertisement
সকাল সাড়ে সাতটা নাগাদ যখন ট্রেন লোনাভালা স্টেশনের কাছাকাছি পৌঁছতে চলেছে, তখন বৃদ্ধা ঘুম থেকে ওঠেন এবং দেখেন তাঁর হ্যান্ডব্যাগটি নেই। ব্যাগটিতে ছিল দামি গয়না— হীরের চুড়ি, হীরের হার, আংটি, সোনার ঘড়ি, সোনার চেন এবং ৫০,০০০ টাকা নগদ। মোট সম্পত্তির মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সঙ্গে সঙ্গেই তিনি ভারতীয় রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করেন। Representative Image Image Generated By AI
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে দেখা যায়, ট্রেনটি ইনদওর, দেওয়াস, উজ্জয়িন, নাগদা, খাচরোদ, রতলাম, মেঘনগর, দাহোদ, গোধরা, বডোদরা, সুরাট, ভাসাই রোড, ভিওয়ানদি রোড, কল্যাণ, কারজত, লোনাভালা, চিন্চওয়াড়, পুনে ও দৌন্ড স্টেশন দিয়ে যায়। এই সমস্ত স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তে দেখা যায়, এক ব্যক্তি কল্যাণ স্টেশনে ট্রেন থেকে নেমেছিল কিন্তু দীর্ঘ সময় ধরে স্টেশন থেকে বার হননি। তাকে আরও পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, সে সচেতনভাবে পুলিশ ও ক্যামেরাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে এবং সম্ভবত কোনও নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রয়েছে। Representative Image Image Generated By AI
advertisement
advertisement