ফ্রি-তে মক টেস্ট, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি! দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের জন্য দুর্দান্ত আয়োজন, কীভাবে এই পরিষেবা মিলবে জানুন

Last Updated:

School Students: মহাষষ্ঠীর আগের দিন পিনড্রপ সাইলেন্স! বাঁকুড়ার স্কুলে পরীক্ষা দিচ্ছে ৪০০ জন ছাত্রছাত্রী। পুজোর আবহে বিনামূল্যে মক টেস্ট এবং ফ্রি-তে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চলছে জেলায়।

+
পড়ুয়ারা

পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছে

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ মহাপঞ্চমীতে রাজ্য়জুড়ে উৎসবের আমেজ। ঠাকুর দেখার হইচই, কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া। কিন্তু মহাষষ্ঠীর আগের দিন বাঁকুড়ায় দেখা গেল একেবারে অন্য ছবি! বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে ৪০০ জন ছাত্রছাত্রী। তাঁদের চোখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করার স্বপ্ন! একদম বিনামূল্যে মক টেস্ট, অনলাইন ক্লাস এবং ডিসকাশন। বাঁকুড়া শহরের ১৬৪ জন শিক্ষক-শিক্ষিকা মিলিত হয়ে একটি গ্রুপ তৈরি করে জেলার শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই কাজ করছেন। বিনামূল্যে মক টেস্ট এবং ফ্রি-তে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, সব মিলিয়ে পুজোর আগেও চলছে দুর্দান্ত কাজ।
বাঁকুড়া জেলা মক টেস্ট কমিটি গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ক্লাসে মক টেস্ট চলছে। উৎসবের মরশুমেই বাঁকুড়ার ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়তে তুমুল পড়াশোনা করছে, পাশে রয়েছে এই সংস্থা। ১৬৪ জন শিক্ষক-শিক্ষিকাকে এক ছাদের তলায় নিয়ে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষার ভয় সম্পূর্ণরূপে কাটিয়ে তুলতে সাহায্য করছে তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ পুজোর থিমে মানসিক স্বাস্থ্য নিয়ে বার্তা! অভিনব মণ্ডপে নজর কাড়ছে মেদিনীপুরের বিগ বাজেট পুজো, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী
গত বছর এই কমিটি আয়োজিত পরীক্ষায় যারা বসেছিলেন, তাঁদের মধ্যে চারজন রাজ্য মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে ছিলেন। দুইজন সপ্তম, একজন অষ্টম এবং একজন দশম হয়েছিলেন। ৬৭৫ থেকে ৬৮৫ নম্বরের মধ্যে আটজন পড়ুয়া ছিলেন। উচ্চমাধ্যমিকে গত বছর কেউ মেধা তালিকায় আসতে না পারলেও প্রত্যেকেই ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা মক টেস্ট কমিটির সভাপতি তুষার কান্তি লাই।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের হেডমাস্টারের দেওয়া চিঠির মাধ্যমে দুঃস্থ মেধাবী পড়ুয়ারা সরাসরি এই কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ভয় কাটিয়ে ফেলতে পারেন। ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে আরও এক দফায় মক টেস্ট শুরু হবে। তার আগে পুজো কাটিয়ে পড়াশোনায় ডুবতে চায় বাঁকুড়া জেলার শিক্ষার্থীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফ্রি-তে মক টেস্ট, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি! দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের জন্য দুর্দান্ত আয়োজন, কীভাবে এই পরিষেবা মিলবে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement