Birbhum Famous Sweets: ফিউশন-সহ রকমারি মিষ্টির জন্য সিউড়ির বিখ্যাত মোরব্বার জনপ্রিয়তা ও চাহিদা আজও তুঙ্গে
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সিউড়ির বিখ্যাত মোরব্বা দুর্গা পূজার সময় শিখরে পৌঁছেছে। চালকুমড়ো ও শতমূল মোরব্বার ব্যাপক চাহিদা। দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি এই মিষ্টির ভক্ত।
advertisement
advertisement
সিউড়ির মোরব্বা বিক্রেতা কৌশিক বর্মন জানান, “প্রতি বছরই চালকুমড়োর মোরব্বার চাহিদা বেশি থাকে। এবারও তার অন্যথা হয়নি। এখনো পর্যন্ত প্রায় ৬০ কিলো চালকুমড়ো মোরব্বার অর্ডার পেয়েছি। পাশাপাশি শতমূল মোরব্বার অর্ডার এসেছে ২২ কিলোর মতো। পুজোর সময় শুকনো মোরব্বার চাহিদা সবসময়ই বেশি।”অন্যদিকে ব্যবসায়ী আনন্দ বিশ্বাসের কথায়, “এখনও অর্ডার সেইভাবে শুরু হয়নি। তবে অষ্টমী-নবমীর মধ্যে ভাল অর্ডার আসবে বলেই আশা করছি।”
advertisement
advertisement
সিনিয়র ও জুনিয়র পিসি সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব, বহু প্রখ্যাত আমলা ও চলচ্চিত্র জগতের নামজাদা তারকারা এই মিষ্টির ভক্ত। মহানায়ক উত্তমকুমারের জন্যও নাকি সিউড়ি থেকে বিশেষভাবে পাঠানো হয়েছিল মোরব্বা। শতাব্দীপ্রাচীন এই মিষ্টির ঐতিহ্য আজও সমান জনপ্রিয়, আর দশমীর বিদায়ে সবার মুখে মিষ্টি হাসি ফুটবে সিউড়ির বিখ্যাত মোরব্বার স্বাদে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)








