দুর্গাপুজো শুরু হতেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি অসুর! আনন্দ মাটি করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভাসবে গোটা বাংলা? কী জানাল আবহাওয়া দফতর?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
পুজোর মধ্যেই আবার নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ১ অক্টোবর নবমীর দিন।
advertisement
advertisement
দুর্গাপুজোর মধ্যেই একের পর এক নিম্নচাপ। আজ পঞ্চমীর দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমীর রাত থেকে একাদশী ভাসতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা। একইসঙ্গে এই সময় সমুদ্র উত্তাল থাকবে। ফলে, এই সময় সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আপাতত আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা।
advertisement
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও বৃষ্টি দু-এক পশলা হতে পারে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
রবিবার ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো মন্ডপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনা।
advertisement
advertisement