দুর্গাপুজো শুরু হতেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি অসুর! আনন্দ মাটি করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভাসবে গোটা বাংলা? কী জানাল আবহাওয়া দফতর?

Last Updated:
পুজোর মধ্যেই আবার নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ১ অক্টোবর নবমীর দিন।
1/8
২২ মে এটি একটি গভীর ডিপ্রেশন (Depression)-এ পরিণত হয়ে আরও তীব্র হতে পারে। আগামী ৬-৭ দিনের মধ্যে পশ্চিম উপকূল গুজরাত, কঙ্কণ এবং গোয়া, কর্ণাটক এবং কেরালায় এর কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।(AI Generated Image)
সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আলিপুর আবহাওয়া দফতর
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে শক্তি হারাচ্ছে। এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমশ ছত্তীশগড়ের দিকে এগোচ্ছে নিম্নচাপ।
advertisement
2/8
দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামিকাল, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত।
পুজোর মধ্যেই আবার নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ১ অক্টোবর নবমীর দিন।
advertisement
3/8
★মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন। মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ; আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
দুর্গাপুজোর মধ্যেই একের পর এক নিম্নচাপ। আজ পঞ্চমীর দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমীর রাত থেকে একাদশী ভাসতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা। একইসঙ্গে এই সময় সমুদ্র উত্তাল থাকবে। ফলে, এই সময় সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আপাতত আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা।
advertisement
4/8
কলকাতায় আজ, শুক্রবার সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে বেলার দিকে আংশিক মেঘলা এবং মেঘলা আকাশ হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ, শুক্রবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার দিনভর মূলত মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবার বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে দু-এক পশলা। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও বৃষ্টি দু-এক পশলা হতে পারে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
5/8
★আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।
রবিবার ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।‌ স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া তে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।‌
advertisement
6/8
★দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে।
নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো মন্ডপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনা।
advertisement
7/8
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ তবে দক্ষিণবঙ্গের সাত জেলায় শুক্রবার বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।‌ মালদা ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
8/8
শনিবার বৃষ্টিপাত হতে পারে তবে একটু কমবে বৃষ্টিপাতের পরিমাণ ৷ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ৷ দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আজ শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দশমী ও একাদশী তে প্রবল বৃষ্টি। দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে একাদশী তে।
advertisement
advertisement
advertisement