Traditional Durga Puja 2025: দুর্গাপুজোয় মিলন পার্বণের আবহে একান্নবর্তী পরিবারের রূপ নেয় চট্টোপাধ্যায় পরিবার
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Traditional Durga Puja 2025:মন্দিরের বিশাল ঠাকুর দালান আজও মাথা উচু করে প্রাচীনত্বের নিদর্শন বহন করে চলেছে। চট্টোপাধ্যায় পরিবারের প্রাচীন এই দুর্গাপুজোয় দূরদূরান্তে থাকা পরিবারের সমস্ত সদস্যরা সামিল হয় ওই পুজোর কটা দিন। ঠাকুরদালানে বসে মায়ের আরাধনা,গল্প,আড্ডায় জমে ওঠে তাঁদের দুর্গাপুজো।
দুর্গাপুর, দীপিকা সরকার: বর্তমানে অণু পরিবারের যুগে দুর্গাপুজোয় একান্নবর্তী পরিবারের রূপ নেয় দুর্গাপুরের বাবনাবেড়ার চট্টোপাধ্যায় পরিবার। শতাধিক বছরের প্রাচীন চুন সুড়কির তৈরি বিশাল দুর্গামন্দির এখনও ঐতিহ্য বহন করে চলেছে। মন্দিরের বিশাল ঠাকুর দালান আজও মাথা উচু করে প্রাচীনত্বের নিদর্শন বহন করে চলেছে। চট্টোপাধ্যায় পরিবারের প্রাচীন এই দুর্গাপুজোয় দূরদূরান্তে থাকা পরিবারের সমস্ত সদস্যরা সামিল হয় ওই পুজোর কটা দিন। ঠাকুরদালানে বসে মায়ের আরাধনা,গল্প,আড্ডায় জমে ওঠে তাঁদের দুর্গাপুজো।৮ থেকে ৮০ পরিবারের সকল সদস্যই পুজোয় মাতোয়ারা হয়ে ওঠেন। চট্টোপাধ্যায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বাবনাবেড়া গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো যেন মেল বন্ধনের কেন্দ্র। তাঁদের মন্দিরের সেই আদি কাঠের কাঠামোতেই যুগ যুগ ধরে মাটির প্রতিমা গড়ে উঠছে। পুজোর কয়েকমাস আগের থেকেই মন্দিরেই মৃৎশিল্পী এসে প্রতিমা গড়েন।
আরও পড়ুন : দশমীতে দেবী উমার বিদায় হতেই ছড়িয়ে দেওয়া হয় কড়ি! কুড়িয়ে নিতে সাগ্রহে হাজির হন শহরবাসী
ওই এলাকায় ওই চট্টোপাধ্যায় বংশের ৮ টি পরিবার থাকেন। কর্মসূত্রে পার্শ্ববর্তী এলাকা ও ভিন জেলাতে তাঁদের পরিবারের লোকজন বসবাস করেন। বিশাল বড় এই পরিবার সারা বছর নানা কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও পুজোয় সকলে একত্রিত হয়ে একান্নবর্তী পরিবারের রূপ নেয়। সপরিবারে চলে খাওয়া দাওয়া,গল্প, আড্ডা। পুজোর কয়েকদিন আগেই চলে আসেন সকলে। শুরু হয় পুজোর প্রস্তুতি। প্রতিবছর পরিবারের কোনও একজন শরিক পুজোর সমস্ত দায়ভার গ্রহণ করেন। প্রতিবছরই কোনও একজন শরিকের পুজোর পালা পড়ে। পুরনো রীতিনীতি মেনে দেবীর পুজো অর্চনা করা হয়। ভোগ রান্না থেকে পুজোর আয়োজনে পরিবারের মহিলা-সহ পুরুষদের ব্যস্ততা থাকে চরমে। তার মধ্যেই গল্পগুজব আড্ডায় মতে ওঠেন চট্টোপাধ্যায় পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2025 4:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja 2025: দুর্গাপুজোয় মিলন পার্বণের আবহে একান্নবর্তী পরিবারের রূপ নেয় চট্টোপাধ্যায় পরিবার