Durga Puja 2025: দশমীতে দেবী উমার বিদায় হতেই ছড়িয়ে দেওয়া হয় কড়ি! কুড়িয়ে নিতে সাগ্রহে হাজির হন শহরবাসী
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Durga Puja 2025: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়ির এই পুজোয় দেবীর দশভুজা রূপকেই আরাধনা করা হয়। তবে সপ্তমী, অষ্টমী ও নবমী তিনদিন চলে কুমারী পুজো। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে হোম যজ্ঞ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে দেবী উমার আরাধনা। দশমীতে দেবীর বিদায় হতেই দেখা যায় এক অন্য চিত্র। কড়ি ছিটিয়ে মা দুর্গাকে বিদায় দেওয়ার সময় এলাকার বাসিন্দারা ছুটে আসেন সেই কড়ি কুড়ানোর জন্য। প্রচলিত আছে কড়ি বাড়িতে রাখলেই হয় লক্ষ্মী লাভ। বিজ্ঞানসাধক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরিবারের পুজোই কান্দির জেমো নতুন বাড়ির পুজো বলে পরিচিত। আনুমানিক ৩০০ বছরের প্রাচীন আগে এই পুজো। দুর্গাপুজো প্রতিষ্ঠা করেন ব্রজ সুন্দর ত্রিবেদী। তিনি নিঃসন্তান ধর্মপ্রাণ মানুষ ছিলেন। আজও তাঁর নামেই রাধামাধবের পুজো দেওয়া হয়।
রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়ির এই পুজোয় দেবীর দশভুজা রূপকেই আরাধনা করা হয়। তবে সপ্তমী, অষ্টমী ও নবমী তিনদিন চলে কুমারী পুজো। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে হোম যজ্ঞ। সঙ্গে অষ্টমীর দিন ফ্রায়েড রাইস, ভিজে ভাত ভোগ হিসেবে দেওয়া হয় দেবীকে। দশমীর দিন মা এর ঘট বিসর্জন এর সময় কড়ি ছড়িয়ে বিসর্জন করা হয়। সেই কড়ি কুড়াতে আসেন এলাকার সাধারণ মানুষ। ইতিহাস মতে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে রাখী বন্ধনের দিন যখন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর এর সঙ্গে ছিলেন তখন কান্দি জেমো এই নতুন বাড়ি তে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বড় মেয়ে গিরিজা দেবী বঙ্গলক্ষ্মী ব্রতকথা পাঠ করেন এবং “বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হউক পুণ্য হউক” গানটি এই মন্দিরে গাওয়া হয় । বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলিম একসঙ্গে এই মন্দির থেকে আন্দোলন করা হয়।
advertisement
আরও পড়ুন : বর্ধমানেই এবার কাশী বিশ্বনাথ ধাম ! মণ্ডপে ঠাকুর দর্শনে গিয়ে দেখতে পাবেন বেনারসের গঙ্গা আরতিও
এছাড়াও স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ বিরোধী বহু কর্মকাণ্ড এই বাড়ি থেকেই চালানো হত। এই বাড়িতে বন্দুক কারখানা ছিল যা আজ ইতিহাস। বর্তমানে ষষ্ঠ প্রজন্ম এই পুজোর দায়িত্বে রয়েছেন। সারা বছর পরিবারের সকল সদস্যরা বাইরে থাকলেও পুজোর চারদিন আনন্দে মেতে ওঠেন এই বাড়িতে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দশমীতে দেবী উমার বিদায় হতেই ছড়িয়ে দেওয়া হয় কড়ি! কুড়িয়ে নিতে সাগ্রহে হাজির হন শহরবাসী