Indian Railways: ধূমপায়ীরা সাবধান! ট্রেনে সিগারেট খেয়ে জরিমানায় কত টাকা আয় করেছে ভারতীয় রেল জানেন? অঙ্ক শুনলে ভিরমি খাবেন

Last Updated:
রেল কর্তৃপক্ষ সবসময়ই চায় ট্রেনে বা স্টেশন চত্বরে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখতে।
1/5
তদন্তে জানা গিয়েছে ওই ব‍্যক্তির বিরুদ্ধে অনেক GRP থানায় চুরির মামলা দায়ের রয়েছে। GRP দীর্ঘদিন ধরে তার খোঁজ করছিল। সে প্রায়ই GRP এর হাত থেকে পালিয়ে যেত। তবে এবার একেবারে হাতে নাতে পাকড়াও চোর।
রেল কর্তৃপক্ষ সবসময়ই চায় ট্রেনে বা স্টেশন চত্বরে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখতে। তাই নোংরা করা হচ্ছে বা নিয়ম লঙ্ঘন করা হচ্ছে দেখলেই ব্যবস্থা নিয়ে থাকে আরপিএফ। কখনও কোনও যাত্রী ট্রেনে উঠে পড়েন সিগারেট হাতে নিয়েই। আর তাতেই ঘটে যায় বিপদ।
advertisement
2/5
জিজ্ঞাসাবাদের সময় ব‍্যক্তি জানান, তাঁর নাম সুরজ সিং। ট‍্যুরিংয়ের চাকরির উত্তর শুনে কোম্পানির নাম জানতে চান পুলিশ আধিকারিকরা।
প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ধূমপান করেন কেউ কেউ। কিন্তু তাতেই ঘটে বিপদ। ধরা পড়লেই দিতে হয় জরিমানা। গত এক বছরে কতজন যাত্রীকে এভাবে ধরা হয়েছে, আর তাদের কাছ থেকে কত টাকা জরিমানা নেওয়া হয়েছে, তা এবার প্রকাশ করল পূর্ব রেল।
advertisement
3/5
ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় রেল। বুধবার ভিজিয়ানগরমে দুর্ঘটনার কবলে পড়ল নন্দিদ-সম্বলপুর নাগভেলি এক্সপ্রেস। প্রতীকী ছবি
লিটারিং অ্যাক্ট ও টোবাকো অ্যাক্ট অনুযায়ী রেল এ ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকে। পূর্ব রেলের অন্তর্গত সব স্টেশনে ও ট্রেনে অভিযান চালিয়েছে আরপিএফ। নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
advertisement
4/5
বুধবার সকাল ১১টা ৪০ নাগাদ ভিজিয়ানগরম রেল স্টেশনের কাছে ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। প্রতীকী ছবি
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-এর ১ এপ্রিল থেকে ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত ৪৪,৭৮০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই লিটারিং অ্যাক্টে। তাদের থেকে মোট ৫৫ লক্ষ ৫৯ হাজার টাকা জরিমানা পেয়েছে রেল কর্তৃপক্ষ।
advertisement
5/5
 ট্রেনে বা স্টেশন চত্বরে ময়লা ফেলার অভিযোগে এই জরিমানা নেওয়া হয়েছে।
ট্রেনে বা স্টেশন চত্বরে ময়লা ফেলার অভিযোগে এই জরিমানা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement