'ভাই, ৫০০০ টাকায় তো'...! রাজধানী এক্সপ্রেসের লাক্সারি 1AC কুপের Video পোস্ট করলেন যাত্রী! দেখতেই উড়ে এল প্রশ্ন, মুহূর্তে পায়ের তলা থেকে সরল মাটি!

Last Updated:
Indian Railways: সম্প্রতি এই রাজধানী এক্সপ্রেস ট্রেনেরই ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পরে গিয়েছে। ভিডিওতে কী এমন দেখা গেল যা দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের?
1/13
তেজস রাজধানী এক্সপ্রেসে মুম্বই থেকে দিল্লি যাওয়ার টিকিট বুক করেছিলেন যাত্রী। 1AC কোচে সিট পান ওই ব্যক্তি। আর সেখানে তারপর যা যা হল তার সবটাই ভিডিও রেকর্ড করে ফেলেন ওই ব্যক্তি। কী এমন ঘটল জানেন? কী দেখে সোশ্যাল মিডিয়ায় পড়ল তোলপাড়?
তেজস রাজধানী এক্সপ্রেসে মুম্বই থেকে দিল্লি যাওয়ার টিকিট বুক করেছিলেন যাত্রী। 1AC কোচে সিট পান ওই ব্যক্তি। আর সেখানে তারপর যা যা হল তার সবটাই ভিডিও রেকর্ড করে ফেলেন ওই ব্যক্তি। কী এমন ঘটল জানেন? কী দেখে সোশ্যাল মিডিয়ায় পড়ল তোলপাড়?
advertisement
2/13
প্রসঙ্গত, রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে একটি। এই ট্রেনটিকে সবসময়ই একটি বিলাসবহুল ট্রেন হিসেবে বিবেচনা করা হয়। এই ট্রেনে যাত্রীদের তাঁদের বুক করা টিকিটের উপর ভিত্তি করে পরিষেবা প্রদান করা হয়।
প্রসঙ্গত, রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে একটি। এই ট্রেনটিকে সবসময়ই একটি বিলাসবহুল ট্রেন হিসেবে বিবেচনা করা হয়। এই ট্রেনে যাত্রীদের তাঁদের বুক করা টিকিটের উপর ভিত্তি করে পরিষেবা প্রদান করা হয়।
advertisement
3/13
কিন্তু সম্প্রতি এই রাজধানী এক্সপ্রেস ট্রেনেরই ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পরে গিয়েছে। ভিডিওতে কী এমন দেখা গেল যা দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের?
কিন্তু সম্প্রতি এই রাজধানী এক্সপ্রেস ট্রেনেরই ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পরে গিয়েছে। ভিডিওতে কী এমন দেখা গেল যা দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের?
advertisement
4/13
এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ভ্লগার মুম্বই থেকে দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসে প্রথম এসি প্রাইভেট কম্পার্টমেন্টের টিকিট কেটে ট্রেনে উঠেছেন। আর তিনি একটি ভিডিওতে তাঁর সম্পূর্ণ অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা দেখে চমকে উঠবেন আপনিও!
এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ভ্লগার মুম্বই থেকে দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসে প্রথম এসি প্রাইভেট কম্পার্টমেন্টের টিকিট কেটে ট্রেনে উঠেছেন। আর তিনি একটি ভিডিওতে তাঁর সম্পূর্ণ অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা দেখে চমকে উঠবেন আপনিও!
advertisement
5/13
ভাইরাল ভিডিও ক্লিপের শুরুতে, তিনি তার টিকিটের দাম প্রকাশ করেন, যা ৫,৫০০ টাকা। এরপর তিনি ট্রেনে তাঁর জন্য উপলব্ধ নানা সুযোগ-সুবিধা সবিস্তারে বর্ণনা করেন। যা দেখে চোখ কপালে ওঠে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।
ভাইরাল ভিডিও ক্লিপের শুরুতে, তিনি তার টিকিটের দাম প্রকাশ করেন, যা ৫,৫০০ টাকা। এরপর তিনি ট্রেনে তাঁর জন্য উপলব্ধ নানা সুযোগ-সুবিধা সবিস্তারে বর্ণনা করেন। যা দেখে চোখ কপালে ওঠে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।
advertisement
6/13
সবকিছু দেখে শুনে, ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে তাঁদের প্রশ্ন এবং মতামত দিয়ে ব্যাপক ভাবে প্রতিক্রিয়া জানান। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ তাঁকে
সবকিছু দেখে শুনে, ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে তাঁদের প্রশ্ন এবং মতামত দিয়ে ব্যাপক ভাবে প্রতিক্রিয়া জানান। ব্যবহারকারীদের মধ্যে কেউ কেউ তাঁকে "এত টাকা ভাড়া দিয়ে ট্রেনের পরিবর্তে বিমানে ভ্রমণ করার" পরামর্শও দেন।
advertisement
7/13
যাত্রীটি মুম্বই থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসের একটি প্রথম শ্রেণীর প্রাইভেট কূপের টিকিট বুক করেন। তার সিটে পৌঁছনোর পর, তাঁকে সার্ভ করা ব্রেকফাস্ট দেখে যাত্রী রীতিমতো আপ্লুত হয়ে ওঠেন।
যাত্রীটি মুম্বই থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসের একটি প্রথম শ্রেণীর প্রাইভেট কূপের টিকিট বুক করেন। তার সিটে পৌঁছনোর পর, তাঁকে সার্ভ করা ব্রেকফাস্ট দেখে যাত্রী রীতিমতো আপ্লুত হয়ে ওঠেন।
advertisement
8/13
ব্রেকফাস্টের পর, ওই যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটি তোয়ালে ধার করে শাওয়ার রুমে চলে যান। স্নান করার পর, ফ্রেশ হয়ে দিব্যি তিনি তাঁর সিটে ফিরে আসেন।
ব্রেকফাস্টের পর, ওই যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটি তোয়ালে ধার করে শাওয়ার রুমে চলে যান। স্নান করার পর, ফ্রেশ হয়ে দিব্যি তিনি তাঁর সিটে ফিরে আসেন।
advertisement
9/13
সেখানে তাঁকে স্যুপ এবং পেপার পনির সার্ভ করা হয়। যা খেয়ে তিনি বলেন,
সেখানে তাঁকে স্যুপ এবং পেপার পনির সার্ভ করা হয়। যা খেয়ে তিনি বলেন, "এটি রেস্তোরাঁর মতো এবং স্বাদেও খুব ভাল।" যাত্রী ভিডিওতে তাঁর ডিনার দেখান। সেখানে পনির, ডাল, সবজি, রুটি এবং ভাত ছিল। যদিও খাওয়া শেষ করে তিনি বলেন, "এটি আরও উন্নত করা যেতে পারে।"
advertisement
10/13
এরপর আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েন প্যাসেঞ্জার। সকালে ঘুম থেকে উঠতেই আবার খাওয়ার পরিবেশন করে ট্রেনের অ্যাটেন্ডেন্ট। ততক্ষণে অবশ্য তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন।
এরপর আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েন প্যাসেঞ্জার। সকালে ঘুম থেকে উঠতেই আবার খাওয়ার পরিবেশন করে ট্রেনের অ্যাটেন্ডেন্ট। ততক্ষণে অবশ্য তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন।
advertisement
11/13
ভাইরাল এই ভিডিওটি মাত্র দু'দিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি ৫,০০,০০০ এরও বেশি ভিউ, ১৫,০০০ এরও বেশি লাইক এবং শত শত মন্তব্য পেয়েছে।
ভাইরাল এই ভিডিওটি মাত্র দু'দিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি ৫,০০,০০০ এরও বেশি ভিউ, ১৫,০০০ এরও বেশি লাইক এবং শত শত মন্তব্য পেয়েছে।
advertisement
12/13
ইনস্টাগ্রামে এই রিলটি পোস্ট করে @journeyswithak লিখেছেন,
ইনস্টাগ্রামে এই রিলটি পোস্ট করে @journeyswithak লিখেছেন, "ভারতের সবচেয়ে বিলাসবহুল এবং দ্রুততম রাজধানী এক্সপ্রেসের প্রথম শ্রেণীর যাত্রা। সীমাহীন খাবার আর প্রাইভেট কুপে।"
advertisement
13/13
রাজধানী এক্সপ্রেসে যাত্রীর অভিজ্ঞতা দেখার পর, সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে যায়। ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানিয়ে কেউ কেউ ট্রেনের সুযোগ-সুবিধার প্রশংসা যেমন করেন, তেমনই আবার অনেকে যাত্রীকে ভারতীয় রেলের সাধারণ বগিতে ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করতে বলেন। একজন ব্যবহারকারী এমনকি যাত্রীকে ৫,৫০০ টাকায় ট্রেনে ভ্রমণের পরিবর্তে ৫,০০০ টাকায় বিমানে ভ্রমণ করারও পরামর্শ দিয়েছেন এই পোস্টে।
রাজধানী এক্সপ্রেসে যাত্রীর অভিজ্ঞতা দেখার পর, সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে যায়। ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানিয়ে কেউ কেউ ট্রেনের সুযোগ-সুবিধার প্রশংসা যেমন করেন, তেমনই আবার অনেকে যাত্রীকে ভারতীয় রেলের সাধারণ বগিতে ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করতে বলেন। একজন ব্যবহারকারী এমনকি যাত্রীকে ৫,৫০০ টাকায় ট্রেনে ভ্রমণের পরিবর্তে ৫,০০০ টাকায় বিমানে ভ্রমণ করারও পরামর্শ দিয়েছেন এই পোস্টে।
advertisement
advertisement
advertisement