ঘরে রাখলে 'এই কাঠ' আজীবন মশার হাত থেকে রেহাই! গভীর ঘুমে তলাবেন...জেনে নিন 'মোক্ষম' ওষুধ!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Mosquito repellent wood: এখনও অনেক বাড়িতে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। ঝোঁক রয়েছে টোটকা ব্যবহারেরও। তার মধ্যে বহু কালের জনপ্রিয়তা ছিল এই বিশেষ কাঠের। যা ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। ঘরে কোনও স্যাঁতসেঁতে ভাব থাকে না , বরং সুগন্ধি ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
advertisement
কিশান মালদা আরও বলেন যে, কর্পূর গাছটি একটি সুন্দর গাছ হিসেবেও পরিচিত। এর সুন্দর ফুল, ফল এবং পাতা মানুষের মনোযোগ আকর্ষণ করে। কর্পূর সাধারণত ঘরের রুম, আলমারি এবং কাবার্ডে রাখা হয়। কর্পূর কাঠের চারপাশে রাখা হলে তা ইতিবাচক শক্তি নিয়ে আসে। এটি বিছানার বালিশের নিচেও রাখা যেতে পারে, যা নেতিবাচক শক্তি দূর করে। এটি ভাল ঘুমের জন্যও উপকারী।
advertisement
advertisement
advertisement
advertisement