ট্রেনে করে সোনা নিয়ে যাচ্ছেন? কিছু জিনিস মাথায় না রাখলেই বাজেয়াপ্ত হতে পারে আপনার 'সম্পদ'! হতে পারে জরিমানা থেকে জেল!

Last Updated:
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে সোনার গয়না বা মুদ্রার মতো মূল্যবান জিনিসপত্র বহন করেন। কিন্তু, ট্রেনে আপনি বৈধভাবে ঠিক কতটা পরিমাণ সোনা আপনার সঙ্গে নিতে পারেন?
1/9
 ভারতীয় রেল প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিচ্ছে।
ভারতীয় রেল প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিচ্ছে।
advertisement
2/9
সোনার দাম বাড়ার মাঝে দেশবাসীর জন্য একটি ভাল খবরও রয়েছে। না, সেটা সোনার দাম নিয়ে নয়। কারণ সোনার দাম কমবে কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যে জানা যাচ্ছে, দেশের সব থেকে বড় সোনার খনি খুঁজে পাওয়া গিয়েছে।
সেইদিক থেকে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে সোনার গয়না বা মুদ্রার মতো মূল্যবান জিনিসপত্র বহন করেন। কিন্তু, ট্রেনে আপনি বৈধভাবে ঠিক কতটা পরিমাণ সোনা আপনার সঙ্গে নিতে পারেন?
advertisement
3/9
সন্ধেবেলায় ১,২৭,৬৩৩ টাকা হয়েছে ১০ গ্রাম সোনার, বাজারও সেই দামেই বিক্রি হয় ৷ সেই দামই শুক্রবার সন্ধেবেলায় হয়েছে ১,২১,৫১৮ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বেশিরভাগ যাত্রীই জানেন না যে ভারতীয় রেল এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দুইয়ের নিয়ম অনুযায়ীই নির্দিষ্ট কিছু নির্দেশিকা রয়েছে।
advertisement
4/9
যার অর্থ সোনার দাম ৬,১১৫ টাকা সস্তা হয়েছে ৷ আলাদা আলাদা দামে সোনার দাম ও দামের পতন লক্ষ্য করা গিয়েছে ৷ এবার একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
ভারতীয় রেলের মতে, সোনাকে নির্দিষ্ট কোনও বিশেষ জিনিসের পরিবর্তে আপনার নিয়মিত লাগেজের অংশ হিসাবে বিবেচনা করা হয়। এর অর্থ হল যাত্রীরা তাদের ভ্রমণের সময় সাধারণ লাগেজের সীমার মধ্যে সোনা বহন করতে কোনও বাধা নেই।
advertisement
5/9
ভূতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর (জিএসআই)-এর সমীক্ষা বলছে, বিহারে দেশের সব থেকে সোনার ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। জামুই জেলায় রয়েছে সেই খনি।
কিন্তু, ঠিকঠাক নথি ছাড়া অতিরিক্ত সোনা বহন করলে জরিমানার সম্মুখীন হতে পারেন এবং একইসঙ্গে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের তদন্তের সম্মুখীন হতে পারেন। রেলের নিয়মে উল্লেখ আছে সোনা নিষিদ্ধ পণ্য নয় কিন্তু, অতিরিক্ত সোনা বহন করলে তা অন্যান্য পণ্যের মতোই জরিমানার মুখে পড়বেন
advertisement
6/9
১৮ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৯১,১৪০ টাকা ৷ ইন্ডিয়ান জুলিয়ান জুয়েলার্সের ওয়েবসাইটে আপডেট করা হয়েছে যেখানে জানতে পারা গিয়েছে ৩ শতাংশ জিএসটির সঙ্গে তৈরির খরচ বা মেকিং চার্জ আলাদা করে ধরা হয় ৷ প্রতীকী ছবি ৷
রেলে ক্লাস অনুযায়ী পণ্য বহনের ঊর্ধ্বসীমা রয়েছে। ফার্স্ট ক্লাস এসি-র যাত্রীরা ৭০ কেজি, এসি-২ টিয়ার ৫০ কেজি, এসি-৩ টিয়ার ৪০ কেজি এবং জেনারেল ক্লাসের যাত্রীর ৩৫ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন। এর অর্থ, এই ওজন সীমার মধ্যেই সোনা বহন করতে পারবেন আপনি।
advertisement
7/9
রিপোর্ট বলছে, সেই খনিতে প্রায় ২২২.৮৮ মিলিয়ন টন সোনাযুক্ত শিলা রয়েছে। তার মধ্যে ধাতব সোনার পরিমাণ হতে পারে ৩৭.৬ টন। অর্থাৎ, দেশে মোট যা সোনা মজুত রয়েছে তার প্রায় ৪৪ শতাংশই নাকি আছে বিহারেই! যা কি না বড় খবর।
কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বোর্ড (সিবিআইসি) ২০১৬ সালের নিয়ম অনুযায়ী মহিলা ভ্রমণকারীরা ১ লক্ষ টাকা অর্থাৎ ৪০ গ্রাম মুল্যের সোনা এবং পুরুষেরা ২০ গ্রাম অর্থাৎ ৫০ হাজার টাকার সোনা বহন করতে পারেন। কিন্তু, বর্তমানে সোনার দাম প্রায় পাঁচগুণ বৃদ্ধি পাওয়ায় তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
8/9
 রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যাত্রীকে সেই সোনার বৈধ উৎস প্রমাণ করতে হবে। সঠিক ভাবে ক্রয় করা সোনা বহন করা অনুমতি রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যাত্রীকে সেই সোনার বৈধ উৎস প্রমাণ করতে হবে। সঠিক ভাবে ক্রয় করা সোনা বহন করা অনুমতি রয়েছে।
advertisement
9/9
কীভাবে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে হবে? গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ তরলতা এবং স্বচ্ছতার কারণে বাড়ছে। পরীক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে ৩ মাসের গড় ট্রেডিং ভলিউম, ব্যয় অনুপাত এবং এনএভি (নেট সম্পদ মূল্য) এবং বাজার মূল্যের মধ্যে পার্থক্য।
কিন্তু কর বিভাগ সন্দেহ করলে প্রশ্নের মুখোমুখি হতে হবেই। যাত্রীদের সোনা ক্রয়ের রসিদ সঙ্গে রাখাই শ্রেয়। নইলে অযথা ভোগান্তি।
advertisement
advertisement
advertisement