চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সকালে আগে ষষ্ঠীর পুজো দিয়ে তবে জলগ্রহণ করেন। এছাড়াও চৈত্রমাসের সংক্রান্তির ঠিক আগের দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। বলেন, 'নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী।' জানেন কি, কীভাবে এই ষষ্ঠীপুজোর প্রচলন হয় ?
Photo Source: Collected
বামনী বললেন "আমার সব ছেলেমেয়েদের হারিয়েছি। এত পুজোআচ্চা সব বিফলে গেল । সব অদৃষ্ট। ঠাকুর দেবতা বলে কিছুই নেই। " ষষ্ঠীবুড়ি বললেন "বারব্রত নিষ্ফল হয় না মা, ধর্মকর্ম যাই কর ঈশ্বরে বিশ্বাস রাখাই প্রধান। তুমি মা-ষষ্ঠীকে মানো? তাঁর পুজো করেছ কখনও ? তিনি সন্তানদের পালন করেন।''
Photo Source: Collected