হোম » ছবি » পাঁচমিশালি » সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

  • Bangla Editor

  • 16

    সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

    চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সকালে আগে ষষ্ঠীর পুজো দিয়ে তবে জলগ্রহণ করেন। এছাড়াও চৈত্রমাসের সংক্রান্তির ঠিক আগের দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। বলেন, 'নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী।' জানেন কি, কীভাবে এই ষষ্ঠীপুজোর প্রচলন হয় ?
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 26

    সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

    কথিত আছে, এক বামুন আর বামনীর পাঁচছেলে আর দুই মেয়ে ছিল। তাঁরা খুব ধার্মিক ছিলেন, নিয়মিত পুজোআচ্চা করতেন । কিন্তু এত পুজো, বারব্রত করেও তাঁদের সন্তানেরা অকালে মারা যায়। এই দুঃসহ ঘটনায় বামনীর ঠাকুরদেবতার প্রতি বিশ্বাস চলে যায়।
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 36

    সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

    মনের দুঃখে বসতভিটে ছেড়েছুড়ে বামুন-বামনী কাশীবাসী হলেন। দশাশ্বমেধ ঘাটে স্নান করে, অন্নপূর্ণার পুজো করে তাঁরা মণিকর্ণিকার ঘাটে বসে আছেন ! এমন সময় মা-ষষ্ঠী এক বুড়ি বামনীর বেশে এসে বললেন " কি ভাবছ গো মা?"
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 46

    সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

    বামনী বললেন "আমার সব ছেলেমেয়েদের হারিয়েছি। এত পুজোআচ্চা সব বিফলে গেল । সব অদৃষ্ট। ঠাকুর দেবতা বলে কিছুই নেই। " ষষ্ঠীবুড়ি বললেন "বারব্রত নিষ্ফল হয় না মা, ধর্মকর্ম যাই কর ঈশ্বরে বিশ্বাস রাখাই প্রধান। তুমি মা-ষষ্ঠীকে মানো? তাঁর পুজো করেছ কখনও ? তিনি সন্তানদের পালন করেন।''
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 56

    সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

    বামনী বললেন "আমি এতদিন পর্যন্ত সব ষষ্ঠী করে আসছি কিন্তু তবুও আমার ছেলে- মেয়েরা বাঁচল না।'' তখন ষষ্ঠীবুড়ি বললেন, "তুমি নীলষষ্ঠীর পুজো করেছ কখনও ? চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করবে। শিবের ঘরে বাতি জ্বেলে জল খাবে। সন্তানদের মঙ্গলকামনা করবে"
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 66

    সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলষষ্ঠীর ব্রত করেন ! জানেন, কেন এই পুজোর প্রচলন হয়েছিল ?

    সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে বামনী পুনরায় মাতৃত্ব লাভ করলেন। সেই থেকেই হিন্দু ধর্মে মা ষষ্ঠীর পুজোর প্রচলন। এদিন বাড়িতে অন্নের কোনও পদ রান্না করা হয় না। সাবু আর কাঁচা মুগডাল ভিজিয়ে নারকেল কুচি দিয়ে মেখে খাওয়ার রেওয়াজ রয়েছে। অনেকে লুচি, সুজিও খান।
    Photo Source: Collected

    MORE
    GALLERIES