মঙ্গলবার সন্ধ্যায় ভুলেও এই কাজগুলো করবেন না, সঙ্কটমোচনের রোষে ছারখার হবে সংসার

Last Updated:
1/6
♦ মঙ্গলবার সঙ্কটমোচন হনুমানের পুজো করার দিন ৷ এ দিন সন্ধ্যায় ভক্তিভরে সঙ্কটমোচনের পুজো দিলে তিনি সকল মনোস্কামনা পূর্ণ করেন ৷ কিন্তু এইদিন সন্ধ্যায় কিছু কাজ করা নাকি এক্কেবারে উচিত নয় ৷ এতে নাকি সঙ্কটমোচনের রোষে সংসারে অশান্তি নেমে আসে ৷ আসুন দেখে নেওয়া যাক কোন কোন কাজগুলো করা নিষেধ-
♦ মঙ্গলবার সঙ্কটমোচন হনুমানের পুজো করার দিন ৷ এ দিন সন্ধ্যায় ভক্তিভরে সঙ্কটমোচনের পুজো দিলে তিনি সকল মনোস্কামনা পূর্ণ করেন ৷ কিন্তু এইদিন সন্ধ্যায় কিছু কাজ করা নাকি এক্কেবারে উচিত নয় ৷ এতে নাকি সঙ্কটমোচনের রোষে সংসারে অশান্তি নেমে আসে ৷ আসুন দেখে নেওয়া যাক কোন কোন কাজগুলো করা নিষেধ-
advertisement
2/6
 ♦ মঙ্গলবার সন্ধ্যায় প্রসাধন সামগ্রী কিনতে যাবেন না ৷ এতে নাকি বিয়ের সম্পর্ক ভেঙে যেতে পারে ৷ সোমবার এবং শুক্রবারই উপযুক্ত সময় প্রসাধন সামগ্রী কেনার জন্য ৷
♦ মঙ্গলবার সন্ধ্যায় প্রসাধন সামগ্রী কিনতে যাবেন না ৷ এতে নাকি বিয়ের সম্পর্ক ভেঙে যেতে পারে ৷ সোমবার এবং শুক্রবারই উপযুক্ত সময় প্রসাধন সামগ্রী কেনার জন্য ৷
advertisement
3/6
♦ দুগ্ধজাত খাবার খাবেন না ৷ এবং ভগবানকেও নিবেদন করুন ৷ মঙ্গলবার বেসনের তৈরি বোঁদে কিংবা লাড্ডু দিয়ে সঙ্কটমোচনকে নিবেদন করুন ৷
♦ দুগ্ধজাত খাবার খাবেন না ৷ এবং ভগবানকেও নিবেদন করুন ৷ মঙ্গলবার বেসনের তৈরি বোঁদে কিংবা লাড্ডু দিয়ে সঙ্কটমোচনকে নিবেদন করুন ৷
advertisement
4/6
♦ মদ্যপান করবেন  না ৷ সঙ্কটমোচন হনুমান কোনও নেশার প্রতি আসক্তি পছন্দ করেন না ৷
♦ মদ্যপান করবেন না ৷ সঙ্কটমোচন হনুমান কোনও নেশার প্রতি আসক্তি পছন্দ করেন না ৷
advertisement
5/6
♦ এ দিন সন্ধ্যায় আমিষ খাবার কিনবেন না এবং খাবেন না ৷
♦ এ দিন সন্ধ্যায় আমিষ খাবার কিনবেন না এবং খাবেন না ৷
advertisement
6/6
♦ কালো রঙের পোশাক কিনবেনা ৷ বরং লাল রঙের পোশাক পরুন ৷ এতে মঙ্গল দোষ কেটে যাবে ৷
♦ কালো রঙের পোশাক কিনবেনা ৷ বরং লাল রঙের পোশাক পরুন ৷ এতে মঙ্গল দোষ কেটে যাবে ৷
advertisement
advertisement
advertisement