GK: আপনার প্রিয় তো? বলুন দেখি, বিশ্বে সবথেকে বেশি আম উৎপন্ন হয় কোন দেশে, ভারত কি? চমকে যাবেন
- Published by:Rachana Majumder
Last Updated:
আম উৎপাদনের নিরিখে মেক্সিকো পঞ্চম স্থানে রয়েছে। যেখানে বার্ষিক প্রায় ২.৪ মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন হয়। এটি একটি প্রধান আম রফতানিকারক দেশ। এখান থেকে Ataulfo এবং Tommy Atkins-এর মতো জনপ্রিয় প্রজাতির আম রফতানি হয়। এখানকার আমের কারখানাই এই দেশের কৃষি অর্থনীতির মূল চাবিকাঠি।
advertisement
advertisement
ভারতের মধ্যে উত্তরপ্রদেশে সবথেকে বেশি আম উৎপন্ন হয়। দেশের মোট ফলনের মধ্যে ২৫-২৬ শতাংশই এখানে উৎপাদিত হয়। প্রত্যেক বছর এই রাজ্যে ৪৫ লক্ষ মেট্রিক টনেরও বেশি আমের ফলন হয় এখানে। কিন্তু উত্তরপ্রদেশ কেন আমের ফলনের জন্য আদর্শ? উর্বর গাঙ্গেয় সমতল ভূমি, উপযুক্ত আবহাওয়া এবং আম চাষের সমৃদ্ধ ইতিহাস - এই সমস্ত কিছু মিলিয়ে আম চাষ এখানে সাফল্যমণ্ডিত হয়ে উঠছে।
advertisement
advertisement
বিশ্বের সেরা আম উৎপাদনকারী দেশ হল ভারত। প্রত্যেক বছর এই দেশে উৎপন্ন ২৫ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি আম। আসলে এখানকার বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া, সমৃদ্ধ মৃত্তিকা বিভিন্ন প্রজাতির আমের ফলনের জন্য আদর্শ। বিখ্যাত আলফোনসো, কেশর এবং দশেরি আম এখানেই জন্মায়। আবার ভারতীয় সংস্কৃতিরও অঙ্গ হল আম। বিভিন্ন উৎসবে আর খাদ্য উৎসব আমকে ঘিরেই উদযাপিত হয়।
advertisement
advertisement
এই নিরিখে ইন্দোনেশিয়া তৃতীয় স্থানে রয়েছে। প্রায় ৩.৬ মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন করে এই দেশ। উষ্ণ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে এখানকার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু আমের ফলনের জন্য আদর্শ। জাভা এবং সুমাত্রার মতো অঞ্চলগুলিতে আম চাষের প্রচলন বেশি। ইন্দোনেশিয়া Gedong Gincu-র মতো অনন্য প্রজাতি আমের জন্য বিখ্যাত।
advertisement
advertisement
advertisement
এই পাঁচ দেশের পাশাপাশি বিশ্বের মধ্যে প্রচুর পরিমাণ আম উৎপন্ন হয় থাইল্যান্ড, ফিলিপ্পিনস, বাংলাদেশ, নাইজেরিয়া এবং ব্রাজিলের মতো দেশগুলিতেও। মরশুম এবং আবহাওয়ার উপর ভিত্তি করে এই দেশগুলিতেও ভিন্ন প্রজাতির আমের ফলন হয়। যদিও ভারতে আম গাছের বিশাল জমি রয়েছে। তবে বিশ্বে আমের বৃহৎ আমদানিকারক হিসেবে গণ্য হয় মেক্সিকো।







