Chaitra Navratri 2024:নবরাত্রির কোন দিন কেনাকাটা করলে গোটা বছর টাকার অভাব হবে না? সবথেকে শুভ সময় কখন? জানালেন জাগ্রত পাগলাবাবা আশ্রমের জ্যোতিষী
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
এই বছর চৈত্র নবরাত্রি ৯ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১৭ এপ্রিল শেষ হবে
advertisement
advertisement
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পন্ডিত নন্দ কিশোর মুদগল জানিয়েছেন যে, নবরাত্রি তিথিতে দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়। নবরাত্রির সময় নতুন জিনিস কেনা বা নতুন ব্যবসা শুরু করা খুব শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখতে হবে যে, নবরাত্রি খরমাসের দিনে শুরু হয়েছে এবং খরমাসের সময় নতুন জিনিস কেনা অশুভ বলে বিবেচিত হয়। এই বছর আগামী ১৩ এপ্রিল খরমাস শেষ হবে। এর পর কেনাকাটা করা যেতে পারে।
advertisement
advertisement







