Ghibli Artwork: ঘিবলি জ্বরে কাঁপছে গোটা বিশ্ব! কিন্তু, কোথা থেকে এল এই অদ্ভুত নাম? কোথা থেকে পথচলা শুরু এই কার্টুনের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু, যে বিষয় নিয়ে এত মাতামাতি সেই 'ঘিবলি আর্ট'আদতে কী? কোথা থেকে এল এমন অদ্ভুত নাম? এমন নামের অর্থই বা কী? কেন এবং কী ভাবে জনপ্রিয়তা পেল এই 'ঘিবলি শিল্প'? নতুন ট্রেন্ডের গোড়ার কথায় দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
ঘিবলি আদতে কী?
আসলে একটি অ্যানিমেশন স্টুডিয়োর নাম। এই স্টুডিয়োর জন্ম হয় ১৯৮৫ সালে, জাপানের টোকিওতে। মূলত উজ্জ্বল জলরঙ দিয়ে আঁকা কিংবা আক্রেলিক রঙ দিয়ে হাতে আঁকা হত স্টুডিয়োর সমস্ত অ্যানিমেশন। ক্রমেই এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। ওয়াল্ট ডিজনি প্রস্তাব দেয় অংশীদারির। ফলে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ঘিবলির কার্টুন।
আসলে একটি অ্যানিমেশন স্টুডিয়োর নাম। এই স্টুডিয়োর জন্ম হয় ১৯৮৫ সালে, জাপানের টোকিওতে। মূলত উজ্জ্বল জলরঙ দিয়ে আঁকা কিংবা আক্রেলিক রঙ দিয়ে হাতে আঁকা হত স্টুডিয়োর সমস্ত অ্যানিমেশন। ক্রমেই এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। ওয়াল্ট ডিজনি প্রস্তাব দেয় অংশীদারির। ফলে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ঘিবলির কার্টুন।
advertisement
ঘিবলি নামের অর্থ কী
ঘিবলি নামের বিভিন্ন অর্থ হয়। বিভিন্ন দেশে এই নামের ব্যবহারও রয়েছে। কিন্তু, এই শব্দের সবথেকে প্রাচীন উল্লেখ পাওয়া যায় আরব্য শব্দ 'জিবলি'-তে। এই নামের অর্থ হল সাহারা মরুভুমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানর জন্য। 'ঘিবলি' স্টুডিয়োর তিন প্রধান প্রতিষ্ঠাতার প্রধান যিনি, সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি 'ঘিবলি' নাম বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের থেকে।
ঘিবলি নামের বিভিন্ন অর্থ হয়। বিভিন্ন দেশে এই নামের ব্যবহারও রয়েছে। কিন্তু, এই শব্দের সবথেকে প্রাচীন উল্লেখ পাওয়া যায় আরব্য শব্দ 'জিবলি'-তে। এই নামের অর্থ হল সাহারা মরুভুমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানর জন্য। 'ঘিবলি' স্টুডিয়োর তিন প্রধান প্রতিষ্ঠাতার প্রধান যিনি, সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি 'ঘিবলি' নাম বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের থেকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement