হনুমান চল্লিশা সেই শক্তির আধার, যা পাঠ করলে আমাদের চারপাশে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। খারাপ সময় কাটতে সময় লাগে না, সৌভাগ্য সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। এমনটাও বিশ্বাস করা হয়, শুধু মঙ্গলবার নয়, প্রতিদিনই যদি হনুমান চল্লিশা পাঠ করা যায়, তাহলে শনি গ্রহের কুপ্রভাব কেটে যাওয়ার পাশাপাশি জন্ম কুষ্টিতে শনির অবস্থান এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে দুঃখ-কষ্ট ধারে কাছেও ঘেঁষতে পারে না। কিন্তু শুধু দিনের বেলা নয়, বিশ্বাস করা হয়, রাতে হনুমান চল্লিশা পাঠ করলে বিশেষ উপকার মেলে ! যেমন--
Representative image
Photo Source: Collected