Vistadome Njp Alipurduar: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভিস্তাডোম ট্রেন! শিলিগুড়ির পরই ঘটে শিউরে ওঠা ঘটনা

Last Updated:
Vistadome Njp Alipurduar: নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে।
1/6
এনজেপি-আলিপুরদুয়ার ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে বিপত্তি। শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে ইঞ্জিনের কাপলিং খুলে যায়। আলিপুরদুয়ারগামী ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে যায়।
এনজেপি-আলিপুরদুয়ার ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে বিপত্তি। শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে ইঞ্জিনের কাপলিং খুলে যায়। আলিপুরদুয়ারগামী ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে যায়।
advertisement
2/6
সকাল ৮ টা ৪ মিনিটে এই ট্রেনের কাপলিং খুলে যায়। পরে ট্রেনের গার্ড চালকরা কাপলিং লাগিয়ে দেন। ৯ টা ৪ মিনিটে ফের ট্রেন চলতে শুরু করে। এই ট্রেন ৩০ মিনিট লেটে চলছে। জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আধিকারিকরা।
সকাল ৮ টা ৪ মিনিটে এই ট্রেনের কাপলিং খুলে যায়। পরে ট্রেনের গার্ড চালকরা কাপলিং লাগিয়ে দেন। ৯ টা ৪ মিনিটে ফের ট্রেন চলতে শুরু করে। এই ট্রেন ৩০ মিনিট লেটে চলছে। জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আধিকারিকরা।
advertisement
3/6
নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। ইঞ্জিনের ঠিক পিছনের বগি থেকে তা আলাদা হয়ে যায়।
নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। ইঞ্জিনের ঠিক পিছনের বগি থেকে তা আলাদা হয়ে যায়।
advertisement
4/6
যদিও যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্মীরা পরিস্থিতি সামাল দেন। ৯টা ২৩ মিনিটের মধ্যে কাপলিং মেরামতি করে আবারও পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্মীরা পরিস্থিতি সামাল দেন। ৯টা ২৩ মিনিটের মধ্যে কাপলিং মেরামতি করে আবারও পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
advertisement
5/6
পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে চালু হয়েছে এই ভিস্তা ডোম কোচের ট্রেন। ডুয়ার্সসুন্দরীর সৌন্দর্য ট্রেনে বসেই উপভোগ করার সুযোগ থাকে ভিস্তা ডোম কোচগুলিতে।
পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে চালু হয়েছে এই ভিস্তা ডোম কোচের ট্রেন। ডুয়ার্সসুন্দরীর সৌন্দর্য ট্রেনে বসেই উপভোগ করার সুযোগ থাকে ভিস্তা ডোম কোচগুলিতে।
advertisement
6/6
এই কোচের ছাদ কাচের। বিশাল কাচের জানালা। বসার আসনও ইচ্ছেমতো ১৮০ ডিগ্রি অবধি ঘোরাতে পারেন যাত্রী। অত্যন্ত আরামদায়ক ট্যুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম কোচবিশিষ্ট ট্রেনের এই সফর। এখন উত্তরবঙ্গে পর্যটকদের ঠাসা ভিড়।
এই কোচের ছাদ কাচের। বিশাল কাচের জানালা। বসার আসনও ইচ্ছেমতো ১৮০ ডিগ্রি অবধি ঘোরাতে পারেন যাত্রী। অত্যন্ত আরামদায়ক ট্যুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম কোচবিশিষ্ট ট্রেনের এই সফর। এখন উত্তরবঙ্গে পর্যটকদের ঠাসা ভিড়।
advertisement
advertisement
advertisement