নেপাল কাণ্ডের জের, শিলিগুড়িতে স্থগিত মেগা মিউজিক কনসার্ট! টিকিটের কী হবে? সবাই পাবেন না রিফান্ডের সুযোগ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
পুজোর আগে শহরবাসীর জন্য আসতে চলেছিল এক অন্যরকম সাংস্কৃতিক উৎসব। আলো-ঝলমলে প্যান্ডেল, মণ্ডপ আর প্রতিমার ভিড়ে শিলিগুড়ির ইন্দিরা গান্ধি ময়দানে বাজতে চলেছিল সুরের ঢেউ। দুই দিনব্যাপী নির্ধারিত ছিল উত্তরবঙ্গের সবচেয়ে বড় সঙ্গীত আসর— “The One11 Music Battle Season 1”।
পুজোর আগে শহরবাসীর জন্য আসতে চলেছিল এক অন্যরকম সাংস্কৃতিক উৎসব। আলো-ঝলমলে প্যান্ডেল, মণ্ডপ আর প্রতিমার ভিড়ে শিলিগুড়ির ইন্দিরা গান্ধি ময়দানে বাজতে চলেছিল সুরের ঢেউ। দুই দিনব্যাপী নির্ধারিত ছিল উত্তরবঙ্গের সবচেয়ে বড় সঙ্গীত আসর— “The One11 Music Battle Season 1”। ২০ ও ২১ সেপ্টেম্বর এই কনসার্ট ঘিরে শহরে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উৎসাহ। টিকিট বিক্রিতে উন্মাদনা, প্রচারে ছিল উত্তাপ। কিন্তু সেই আনন্দ হঠাৎই মিইয়ে গেল। উদ্যোক্তারা ঘোষণা করলেন, অনুষ্ঠান আপাতত স্থগিত রাখতে হচ্ছে। আর সেই সিদ্ধান্তের পিছনে রয়েছে এক গভীর মানবিক কারণ— সদ্য নেপালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)।
advertisement
কনসার্টের উদ্যোক্তারা জানিয়েছেন, নেপালের দুর্ঘটনায় কয়েকজন শিল্পী প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ হারিয়েছেন পরিবারের আপনজন, কেউ আবার মানসিকভাবে বিপর্যস্ত। শুধু তাই নয়, ওই ঘটনার জেরে অনেক শিল্পীর পক্ষে শিলিগুড়িতে আসা সম্ভব হচ্ছিল না। তাঁদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেই স্থগিত রাখার সিদ্ধান্ত। উদ্যোক্তাদের ভাষায়— “এমন শোকের আবহে উল্লাসের অনুষ্ঠান আয়োজন করা আমাদের কাছে ঠিক মনে হয়নি। শিল্পীদের দুঃখ ভাগ করে নেওয়াটাই এখন জরুরি।”
advertisement
প্রথম দিনে মঞ্চে ওঠার কথা ছিল জনপ্রিয় আরজে প্রবীণের। বিচারকের আসনে থাকতেন দ্বৈত কণ্ঠের জাদুকর সাইরাম আয়ার। আর রাত নামলেই থাকত জমকালো ডিজে নাইট, যেখানে বিট তুলতেন ডিজে তাসিয়া। দ্বিতীয় দিন মঞ্চ কাপাতেন কিংবদন্তি রক ব্যান্ড ক্যাকটাস ও ফোক ফিউশন ব্যান্ড ফকিরা। পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসতেন উত্তরবঙ্গের বহু নবীন শিল্পী। সবকিছু মিলিয়ে এই কনসার্ট উত্তরবঙ্গের সাংস্কৃতিক ক্যালেন্ডারে এক নতুন অধ্যায় লিখতে চলেছিল। কিন্তু সেই সবই আপাতত অধরা।
advertisement
অনেক দর্শক আগেই টিকিট কেটে ফেলেছিলেন। স্থগিত ঘোষণার পর তাঁদের হতাশা হওয়াই স্বাভাবিক। তবে উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন— অনলাইনে টিকিট কাটা দর্শকরা ইতিমধ্যেই রিফান্ড পেয়েছেন। আর অফলাইনে টিকিট কাটা দর্শকরা সেই টিকিট দিয়েই ভবিষ্যতের কনসার্ট দেখতে পারবেন। উদ্যোক্তাদের আরও দাবি, “আমরা চাই দর্শকরা যেন একেবারেই বঞ্চিত না হন। তাই অনুষ্ঠান বাতিল নয়, খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।”
advertisement
ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। এবার শুধু দুই দিনের কনসার্ট নয়, দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে তিন দিনের উৎসবের কথাও ভাবা হচ্ছে। আলোচনায় রয়েছে বলিউডের একজন জনপ্রিয় গায়ককে নিয়ে আসার পরিকল্পনা— যা উত্তরবঙ্গের ইতিহাসে প্রথম হতে চলেছে। উদ্যোক্তাদের দাবি, “যেহেতু মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, তাই তাঁদের সামনে এবার আরও বড় চমক হাজির করব।”
advertisement