অবশেষে ঘরে ফেরা, সিকিমের ভয়াবহ ভূমিধসে আটকে পরা পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার ভারতীয় সেনার! দেখুন...

Last Updated:
Sikkim: লাচেন অথবা লাচুং এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে আজ থেকে যুদ্ধকালীন পরিস্থিতি পাকইয়ং গ্রীনফিল্ড বিমানবন্দরে। হেলিকপ্টারযোগে ভারতের বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার প্রথম দফায় সফলভাবে ৩৯ জন পর্যটককে লাচেন থেকে পাকইয়ং বিমানবন্দরে নিয়ে এসেছে।
1/5
ভারতীয় সেনা ও বিমান বাহিনী ইতিমধ্যেই সিকিমে বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ করছিল জোর কদমে। এবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচেন অথবা লাচুং এলাকায় বহু আটকে পড়া পর্যটককে আজ সফল ভাবে উদ্ধার করল ভারতীয় সেনা।
ভারতীয় সেনা ও বিমান বাহিনী ইতিমধ্যেই সিকিমে বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ করছিল জোর কদমে। এবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচেন অথবা লাচুং এলাকায় বহু আটকে পড়া পর্যটককে আজ সফল ভাবে উদ্ধার করল ভারতীয় সেনা।
advertisement
2/5
লাচেন অথবা লাচুং এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে পাকইয়ং গ্রীনফিল্ড বিমানবন্দের নিয়ে আসা হয়েছে। হেলিকপ্টারযোগে ভারতের বিমান বাহিনী দুটি এমআই-১৭ হেলিকপ্টার প্রথম দফায় সফলভাবে ৩৯ জন পর্যটককে লাচেন থেকে পাকইয়ং বিমানবন্দরে নিয়ে এসেছে।
লাচেন অথবা লাচুং এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে পাকইয়ং গ্রীনফিল্ড বিমানবন্দের নিয়ে আসা হয়েছে। হেলিকপ্টারযোগে ভারতের বিমান বাহিনী দুটি এমআই-১৭ হেলিকপ্টার প্রথম দফায় সফলভাবে ৩৯ জন পর্যটককে লাচেন থেকে পাকইয়ং বিমানবন্দরে নিয়ে এসেছে।
advertisement
3/5
এছাড়াও, একটি চিতা হেলিকপ্টারের মাধ্যমে আরও ৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে পাকইয়ং-এ পৌঁছানো হয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের সুরক্ষিতভাবে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দিতে সিকিম সরকার এসএনটি বাসের ব্যবস্থা করেছে।
এছাড়াও, একটি চিতা হেলিকপ্টারের মাধ্যমে আরও ৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে পাকইয়ং-এ পৌঁছানো হয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের সুরক্ষিতভাবে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দিতে সিকিম সরকার এসএনটি বাসের ব্যবস্থা করেছে।
advertisement
4/5
আরও যদি কোথাও পর্যটক উদ্ধারের বাকি থাকে তাই একটি এমআই-১৭ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। যদি প্রয়োজনে হয় পর্যটকদের শিলিগুড়ি বা বাগডোগরা পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করবে কপ্টার।
আরও যদি কোথাও পর্যটক উদ্ধারের বাকি থাকে তাই একটি এমআই-১৭ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। যদি প্রয়োজনে হয় পর্যটকদের শিলিগুড়ি বা বাগডোগরা পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করবে কপ্টার।
advertisement
5/5
এই উদ্ধার কার্যক্রমে সিকিম সরকার, ভারতীয় বিমান বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিকিমে ঘুরতে যাওয়া পর্যটকদের তাদের বাড়ি পৌঁছানোর সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর কাজ করছে।
এই উদ্ধার কার্যক্রমে সিকিম সরকার, ভারতীয় বিমান বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিকিমে ঘুরতে যাওয়া পর্যটকদের তাদের বাড়ি পৌঁছানোর সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর কাজ করছে।
advertisement
advertisement
advertisement