North Bengal Landslide Update: ভয়ঙ্কর ধস, ৩ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম-কালিম্পংগামী NH-10! কোন পথে পৌঁছনো যাবে দার্জিলিং, কালিম্পং, সিকিম? জানুন

Last Updated:
North Bengal Landslide Update: শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পং যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
1/5
*শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পং যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে।
*শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পং যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে।
advertisement
2/5
*টানা বর্ষণের জেরে সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছে। বিশেষত ১০ মাইলের তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায় পাহাড়ি ধসের কারণে রাস্তার উপরে নেমে এসেছে পাথর ও বোল্ডার। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বিপদের আশঙ্কায় রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
*টানা বর্ষণের জেরে সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছে। বিশেষত ১০ মাইলের তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায় পাহাড়ি ধসের কারণে রাস্তার উপরে নেমে এসেছে পাথর ও বোল্ডার। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বিপদের আশঙ্কায় রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
3/5
*এদিকে রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাও ধসের কারণে কাটারার কাছে অবরুদ্ধ রয়েছে। ধস সরানোর কাজ চলছে। বর্তমানে রংপো থেকে কার্শিয়ং হয়ে শিলিগুড়ি পথে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করছে। তবে রংপো থেকে মেল্লি রুট খোলা রয়েছে, যার মাধ্যমে দক্ষিণ সিকিমের সঙ্গে যোগাযোগ বজায় রাখা যাচ্ছে।
*এদিকে রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাও ধসের কারণে কাটারার কাছে অবরুদ্ধ রয়েছে। ধস সরানোর কাজ চলছে। বর্তমানে রংপো থেকে কার্শিয়ং হয়ে শিলিগুড়ি পথে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করছে। তবে রংপো থেকে মেল্লি রুট খোলা রয়েছে, যার মাধ্যমে দক্ষিণ সিকিমের সঙ্গে যোগাযোগ বজায় রাখা যাচ্ছে।
advertisement
4/5
*এই পরিস্থিতিতে কালিম্পং জেলা পুলিশ গ্যাংটকগামী যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট চালু থাকার কথা জানিয়েছে। একটি শিলিগুড়ি → জোরবাংলো → তিস্তাবাজার → রংপো → গ্যাংটক। আরেকটি শিলিগুড়ি থেকে সেবক ,বাগরাকোট লাভা → আলগারা → রংপো →গ্যাংটক (NH 717-A)। অপর একটি শিলিগুড়ি → সেবক → ডামডিম → গরুবাথান → লাভা → আলগারা → রংপো → গ্যাংটক।
*এই পরিস্থিতিতে কালিম্পং জেলা পুলিশ গ্যাংটকগামী যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট চালু থাকার কথা জানিয়েছে। একটি শিলিগুড়ি → জোরবাংলো → তিস্তাবাজার → রংপো → গ্যাংটক। আরেকটি শিলিগুড়ি থেকে সেবক ,বাগরাকোট লাভা → আলগারা → রংপো →গ্যাংটক (NH 717-A)। অপর একটি শিলিগুড়ি → সেবক → ডামডিম → গরুবাথান → লাভা → আলগারা → রংপো → গ্যাংটক।
advertisement
5/5
*এই তিনটি রুট এখনও খোলা রয়েছে এবং যান চলাচল সচল রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে যাত্রাপথে পাহাড়ি এলাকায় যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, তাই পর্যটক ও যাত্রীদের সতর্ক হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। লাভা থেকে সিকিম, লাভা থেকে কালিম্পং এবং লাভা হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা সচল থাকলেও লাভা থেকে লোলেগাঁও ও রেশি হয়ে সিকিমগামী রুট বর্তমানে বন্ধ।
*এই তিনটি রুট এখনও খোলা রয়েছে এবং যান চলাচল সচল রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে যাত্রাপথে পাহাড়ি এলাকায় যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, তাই পর্যটক ও যাত্রীদের সতর্ক হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। লাভা থেকে সিকিম, লাভা থেকে কালিম্পং এবং লাভা হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা সচল থাকলেও লাভা থেকে লোলেগাঁও ও রেশি হয়ে সিকিমগামী রুট বর্তমানে বন্ধ।
advertisement
advertisement
advertisement