মালদহে হিট, এবার বিশেষ পদ্ধতিতে আম চাষ করে গোটা দেশে সাড়া ফেলে দিলেন 'এই' আম চাষি! জুটল বড় পুরস্কার

Last Updated:
কেন্দ্রীয় সংস্থা সিআইএসএইচ প্রযুক্তির অনুকরণীয় গ্রহণ এবং সহ-কৃষকদের কাছে জ্ঞানের নিবেদিতপ্রাণ প্রচারের জন্য মালদহের অনুপ প্রসাদ সাউ কে একজন প্রগতিশীল কৃষক হিসেবে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বেস্ট ফার্মার হিসেবে পুরস্কৃত করা হয়।
1/6
জাতীয় স্তরে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন মালদহের এক আম চাষি। রফতানি যোগ্য গুণগত মানের আম চাষ করে এবারে কেন্দ্রীয় সরকারের উদ্যান পালন সংস্থা দ্বারা বেস্ট ফার্মার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার আম চাষি অনুপ প্রসাদ সাউ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জাতীয় স্তরে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন মালদহের এক আম চাষি। রফতানি যোগ্য গুণগত মানের আম চাষ করে এবারে কেন্দ্রীয় সরকারের উদ্যান পালন সংস্থা দ্বারা বেস্ট ফার্মার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার আম চাষি অনুপ প্রসাদ সাউ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
উত্তর প্রদেশের লখন‌উ এ আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিকাল হর্টিকালচার দ্বারা আয়োজিত ৪২তম স্থাপনা দিবস উদযাপন করা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের চাষিদের উৎসাহিত করতে বিশেষ সম্মান প্রদানের আয়োজন করে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিকাল হর্টিকালচার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
উত্তর প্রদেশের লখন‌উ এ আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিকাল হর্টিকালচার দ্বারা আয়োজিত ৪২তম স্থাপনা দিবস উদযাপন করা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের চাষিদের উৎসাহিত করতে বিশেষ সম্মান প্রদানের আয়োজন করে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিকাল হর্টিকালচার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
অনুষ্ঠানে আমন্ত্রিত হন দেশের বিভিন্ন প্রান্তের ফল, ফসল সহ একাধিক রকম উদ্যানজাত ও কৃষি চাষের সঙ্গে যুক্ত চাষিদের আমন্ত্রিত করা হয়। ভাল ও উন্নত মানের রফতানি যোগ্য ফল ও ফসল চাষে সফল চাষিদের বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
অনুষ্ঠানে আমন্ত্রিত হন দেশের বিভিন্ন প্রান্তের ফল, ফসল সহ একাধিক রকম উদ্যানজাত ও কৃষি চাষের সঙ্গে যুক্ত চাষিদের আমন্ত্রিত করা হয়। ভাল ও উন্নত মানের রফতানি যোগ্য ফল ও ফসল চাষে সফল চাষিদের বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
মালদহের আম চাষি অনুপ প্রসাদ সাউ জানান,
মালদহের আম চাষি অনুপ প্রসাদ সাউ জানান, "প্রতিবছরই কয়েক বিঘা জমিতে আম চাষ করি। এই বছর আমগুলোকে বিশেষ ব্যাগিং পদ্ধতির মাধ্যমে চাষ করেছিলাম। আমগুলো গুণগত মানের ও বিদেশে রফতানি যোগ্য হয়েছিল। শুধু তাই নয় এই পদ্ধতিতে আম চাষের জন্য অন্যান্য চাষিদের আগ্রহী করেছিলাম। এই সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে এই বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে খুব ভাল লাগছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
বরিষ্ট কৃষি বিজ্ঞানী তথা মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডঃ দূশয়ান্ত কুমার রাঘব জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষের জন্য জেলার এই আম চাষিকে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই বছর ওই আম চাষি আম চাষে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে উন্নত মানের আম চাষ করেছিলেন। তাই তাকে বেস্ট ফার্মার হিসেবে সম্মানিত করা হয়েছে।
বরিষ্ট কৃষি বিজ্ঞানী তথা মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডঃ দূশয়ান্ত কুমার রাঘব জানান, "বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষের জন্য জেলার এই আম চাষিকে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই বছর ওই আম চাষি আম চাষে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে উন্নত মানের আম চাষ করেছিলেন। তাই তাকে বেস্ট ফার্মার হিসেবে সম্মানিত করা হয়েছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
তিনি আরও জানান,
তিনি আরও জানান, "কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে জেলার বিভিন্ন রকম চাষের সঙ্গে যুক্ত চাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই প্রশিক্ষণের ফলে জেলার এই চাষি বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করাই জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন। আশা করা হচ্ছে এই চাষিকে অনুসরণ করে অন্যান্য চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করবেন এবং তাঁরাও আগামীতে এই ধরনের অ্যাওয়ার্ড এনে জেলার নাম উজ্জ্বল করবেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement