Locket Chatterjee Lunch: লকেটের লাঞ্চ! বোরোলি, ট্যাংড়া মাছ, মাংস চাটনি, মিষ্টি, দারুণ জমিয়ে খাওয়া-দাওয়া

Last Updated:
অনুষ্ঠানটি ছিল এক মনোরম চড়ুইভাতির আয়োজন, যা উত্তরবঙ্গের খাবারের নানা বৈচিত্র্য তুলে ধরেছিল।
1/5
উত্তরবঙ্গে সফরে এসে কর্মীদের সঙ্গে বৈঠকের পর লকেট চ্যাটার্জির বিশেষ মধ্যাহ্নভোজন, সম্ভার সেখানে রয়েছে বিভিন্ন পদ
উত্তরবঙ্গে সফরে এসে কর্মীদের সঙ্গে বৈঠকের পর লকেট চ্যাট্টোপাধ্যায় বিশেষ মধ্যাহ্নভোজন, সম্ভার সেখানে রয়েছে বিভিন্ন পদ
advertisement
2/5
লকেট চ্যাটার্জির মধ্যভোজ জলপাইগুড়ির রান্নায় মজেছে চড়ুইভাতি
লকেটের মধ্যভোজ জলপাইগুড়ির রান্নায় মজেছে চড়ুইভাতি
advertisement
3/5
ডিবিসি রোডে বিজেপি কার্যালয় সাংগঠনিক বৈঠকের পর লকেটের জন্য আয়োজন করা হয়েছিল উত্তরের নানা সুস্বাদু পদ, যার মধ্যে ছিল তিস্তার রুপোলি শস্য বোরোলি, সুস্বাদু টেংরা মাছ, বড় মাছ, মাংস চাটনি, মিষ্টি সহ আরও অনেক কিছু।
ডিবিসি রোডে বিজেপি কার্যালয় সাংগঠনিক বৈঠকের পর লকেটের জন্য আয়োজন করা হয়েছিল উত্তরের নানা সুস্বাদু পদ, যার মধ্যে ছিল তিস্তার রুপোলি শস্য বোরোলি, সুস্বাদু টেংরা মাছ, বড় মাছ, মাংস চাটনি, মিষ্টি সহ আরও অনেক কিছু।
advertisement
4/5
আজ দুপুরে জলপাইগুড়ির এক কর্মীর বাড়িতে লকেট চ্যাটার্জির উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিশেষ মধ্যভোজন
আজ দুপুরে জলপাইগুড়ির এক কর্মীর বাড়িতে লকেট চ্যাট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিশেষ মধ্যভোজন
advertisement
5/5
নয় নম্বর ওয়ার্ডের এক কর্মীর বাড়িতে আয়োজিত এই মধ্যভোজে অংশ নেন লকেট চ্যাটার্জীসহ অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানটি ছিল এক মনোরম চড়ুইভাতির আয়োজন, যা উত্তরবঙ্গের খাবারের নানা বৈচিত্র্য তুলে ধরেছিল।
নয় নম্বর ওয়ার্ডের এক কর্মীর বাড়িতে আয়োজিত এই মধ্যভোজে অংশ নেন লকেট সহ অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানটি ছিল এক মনোরম চড়ুইভাতির আয়োজন, যা উত্তরবঙ্গের খাবারের নানা বৈচিত্র্য তুলে ধরেছিল।
advertisement
advertisement
advertisement