ধসের কবলে NH-10! সিকিম যেতে বেছে নিন 'এই' বিকল্প রুট, প্রাকৃতিক সৌন্দর্যে ভরে যাবে মন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
এবারের বর্ষায় সিকিমের প্রধান সড়ক এনএইচ-১০ বহুবার ধসের কবলে পড়েছে
<strong>সিকিম, ঋত্বিক ভট্টাচার্য :</strong> বর্ষার মরশুম শুরু হতেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন পাহাড়প্রেমীরা। তবে এবারের বর্ষায় সিকিমের প্রধান সড়ক এনএইচ-১০ বহুবার ধসের কবলে পড়েছে, যার ফলে রাস্তা বারবার বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এই পরিস্থিতিতে সিকিম ভ্রমণকারীদের জন্য সতর্কতা ও বিকল্প রুট নিয়ে আলোচনা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
পর্যটন ব্যবসায়ী দেবাশীষ মৈত্র জানান, গত কয়েক মাস ধরে সিকিম বা গ্যাংটক-এর বুকিংয়ে উল্লেখযোগ্য কমতি দেখা দিয়েছে। বিশেষ করে ১৫ আগস্ট ও জন্মাষ্টমীর ছোট ছুটির সময়েও নতুন কোনও বড় বুকিং হয়নি। এর অন্যতম প্রধান কারণ এনএইচ-১০ রুটে ধস ও দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ থাকা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
হিমালিয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালও উল্লেখ করেন, বর্ষায় পর্যটকদের সংখ্যা অত্যন্ত কম। বিশেষ করে গ্যাংটক ও আশেপাশের স্থানীয় এলাকায় মাত্র কয়েকজন পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে। বুকিং না থাকার কারণে হোটেল ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement