ধসের কবলে NH-10! সিকিম যেতে বেছে নিন 'এই' বিকল্প রুট, প্রাকৃতিক সৌন্দর্যে ভরে যাবে মন

Last Updated:
এবারের বর্ষায় সিকিমের প্রধান সড়ক এনএইচ-১০ বহুবার ধসের কবলে পড়েছে
1/6
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : বর্ষার মরশুম শুরু হতেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন পাহাড়প্রেমীরা। তবে এবারের বর্ষায় সিকিমের প্রধান সড়ক এনএইচ-১০ বহুবার ধসের কবলে পড়েছে, যার ফলে রাস্তা বারবার বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এই পরিস্থিতিতে সিকিম ভ্রমণকারীদের জন্য সতর্কতা ও বিকল্প রুট নিয়ে আলোচনা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
<strong>সিকিম, ঋত্বিক ভট্টাচার্য :</strong> বর্ষার মরশুম শুরু হতেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন পাহাড়প্রেমীরা। তবে এবারের বর্ষায় সিকিমের প্রধান সড়ক এনএইচ-১০ বহুবার ধসের কবলে পড়েছে, যার ফলে রাস্তা বারবার বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এই পরিস্থিতিতে সিকিম ভ্রমণকারীদের জন্য সতর্কতা ও বিকল্প রুট নিয়ে আলোচনা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
2/6
পর্যটন ব্যবসায়ী দেবাশীষ মৈত্র জানান, গত কয়েক মাস ধরে সিকিম বা গ্যাংটক-এর বুকিংয়ে উল্লেখযোগ্য কমতি দেখা দিয়েছে। বিশেষ করে ১৫ আগস্ট ও জন্মাষ্টমীর ছোট ছুটির সময়েও নতুন কোনও বড় বুকিং হয়নি। এর অন্যতম প্রধান কারণ এনএইচ-১০ রুটে ধস ও দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ থাকা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
পর্যটন ব্যবসায়ী দেবাশীষ মৈত্র জানান, গত কয়েক মাস ধরে সিকিম বা গ্যাংটক-এর বুকিংয়ে উল্লেখযোগ্য কমতি দেখা দিয়েছে। বিশেষ করে ১৫ আগস্ট ও জন্মাষ্টমীর ছোট ছুটির সময়েও নতুন কোনও বড় বুকিং হয়নি। এর অন্যতম প্রধান কারণ এনএইচ-১০ রুটে ধস ও দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ থাকা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
3/6
হিমালিয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালও উল্লেখ করেন, বর্ষায় পর্যটকদের সংখ্যা অত্যন্ত কম। বিশেষ করে গ্যাংটক ও আশেপাশের স্থানীয় এলাকায় মাত্র কয়েকজন পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে। বুকিং না থাকার কারণে হোটেল ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
হিমালিয়ান হসপিটালিটি ও ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালও উল্লেখ করেন, বর্ষায় পর্যটকদের সংখ্যা অত্যন্ত কম। বিশেষ করে গ্যাংটক ও আশেপাশের স্থানীয় এলাকায় মাত্র কয়েকজন পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে। বুকিং না থাকার কারণে হোটেল ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
4/6
তবে যারা এই বর্ষায় সিকিম ভ্রমণ করতে চান এবং NH-10 রুট বন্ধ থাকায় ভয় পাচ্ছেন, তাঁদের জন্য রয়েছে বিকল্প পথ। পর্যটকরা দার্জিলিং থেকে জোরথান, নামচি হয়ে গ্যাংটক বা শিলিগুড়ি থেকে লাভা, রংপু হয়ে গ্যাংটক যাওয়ার পথে আসতে পারেন। এতে NH-10 সম্পূর্ণ এড়ানো সম্ভব। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
তবে যারা এই বর্ষায় সিকিম ভ্রমণ করতে চান এবং NH-10 রুট বন্ধ থাকায় ভয় পাচ্ছেন, তাঁদের জন্য রয়েছে বিকল্প পথ। পর্যটকরা দার্জিলিং থেকে জোরথান, নামচি হয়ে গ্যাংটক বা শিলিগুড়ি থেকে লাভা, রংপু হয়ে গ্যাংটক যাওয়ার পথে আসতে পারেন। এতে NH-10 সম্পূর্ণ এড়ানো সম্ভব। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
5/6
এই বিকল্প রুটে ভ্রমণ করলে পর্যটকরা গ্যাংটকের পাশাপাশি পেলিং, নামচি, রাবাংলা এবং ছাঙ্গু লেকসহ অন্যান্য দর্শনীয় স্থান উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সময় হোটেলগুলিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের জন্য বড় সুবিধা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
এই বিকল্প রুটে ভ্রমণ করলে পর্যটকরা গ্যাংটকের পাশাপাশি পেলিং, নামচি, রাবাংলা এবং ছাঙ্গু লেকসহ অন্যান্য দর্শনীয় স্থান উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সময় হোটেলগুলিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের জন্য বড় সুবিধা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
6/6
সুতরাং, এই বর্ষার মরসুমে সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে এনএইচ-১০ থেকে দূরে, এই প্রতিবেদনে উল্লিখিত বিকল্প পথ বেছে নিতেই পারেন। এই রুটে একাধিক দর্শনীয় স্থান উপভোগ করতে করতে পৌঁছে যাবেন নিজের গন্তব্যে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
সুতরাং, এই বর্ষার মরসুমে সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে এনএইচ-১০ থেকে দূরে, এই প্রতিবেদনে উল্লিখিত বিকল্প পথ বেছে নিতেই পারেন। এই রুটে একাধিক দর্শনীয় স্থান উপভোগ করতে করতে পৌঁছে যাবেন নিজের গন্তব্যে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement