King Cobra Rescued: একজনের কম্মো নয়, ১৮ ফিটের কিং কোবরা নাচিয়ে ছাড়ল, বস্তাবন্দি করতে হাজির ৪ জন

Last Updated:
King Cobra Rescued: ১৮ ফিটের কিং কোবরা উদ্ধার! বস্তায় ভরতে ডাকতে হল আর‌ও চার ব্যক্তিকে
1/4
জলপাইগুড়ি: ১৮ ফুটের এই কিং কোবরা উদ্ধার করতে চারজন লেগেছে শুধু বস্তায় বন্দী করতে। দুই মানুষের সমান এই কিং কোবরা বলা যেতে পারে। ডুয়ার্সে ফের বিশালাকার কিং কোবরা উদ্ধার।
জলপাইগুড়ি: ১৮ ফুটের এই কিং কোবরা উদ্ধার করতে চারজন লেগেছে শুধু বস্তায় বন্দী করতে। দুই মানুষের সমান এই কিং কোবরা বলা যেতে পারে। ডুয়ার্সে ফের বিশালাকার কিং কোবরা উদ্ধার।
advertisement
2/4
গরম পড়তেই ডুয়ার্সের লোকালয় থেকে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হয়েছে।এবার নাগরাকাটা বস্তি থেকে উদ্ধার হল প্রায়  ১৮ ফুটের একটি কিং কোবরা সাপ। 
গরম পড়তেই ডুয়ার্সের লোকালয় থেকে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হয়েছে।এবার নাগরাকাটা বস্তি থেকে উদ্ধার হল প্রায়  ১৮ ফুটের একটি কিং কোবরা সাপ।
advertisement
3/4
নাগরাকাটা বস্তির বাসিন্দা  জসিন্তা মাঝির সুপারি বাগানে বিশালাকার কিং কোবরাটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ‌এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে কিং কোবরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিংকোবরা সাপটি লম্বায় প্রায় ১৮ ফুট।
নাগরাকাটা বস্তির বাসিন্দা  জসিন্তা মাঝির সুপারি বাগানে বিশালাকার কিং কোবরাটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ‌এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে কিং কোবরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিংকোবরা সাপটি লম্বায় প্রায় ১৮ ফুট।
advertisement
4/4
সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।পরিবারের সদস্য জানান সন্ধ্যা নামার পর জানলা খুলতেই সুপারিব বাগানের দিকে চোখ যায়! দূর থেকে চিকচিক করছে এটা কি সামনে গিয়ে দেখে প্রায় বিশাল আকৃতির কিং কোবরা একটু আটকে উঠে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মনে কর্মীদের মনে করবি এবং পরিবেশকর্মীরা এসে সেই কিং কোবরাটাকে উদ্ধার করে। প্রায় দেড় ঘন্টা লড়াই চলে সেই সাপটিকে নিজেদের বাগে আনতে। Input- Surajit Dey 
সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।পরিবারের সদস্য জানান সন্ধ্যা নামার পর জানলা খুলতেই সুপারিব বাগানের দিকে চোখ যায়! দূর থেকে চিকচিক করছে এটা কি সামনে গিয়ে দেখে প্রায় বিশাল আকৃতির কিং কোবরা একটু আটকে উঠে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মনে কর্মীদের মনে করবি এবং পরিবেশকর্মীরা এসে সেই কিং কোবরাটাকে উদ্ধার করে। প্রায় দেড় ঘন্টা লড়াই চলে সেই সাপটিকে নিজেদের বাগে আনতে। Input- Surajit Dey
advertisement
advertisement
advertisement