Toto: রাজ্যে টোটোর সংখ্য়া হয়ে যাবে 'হাফ'! লাখ লাখ টোটোচালক যাত্রীদের জন্য বিরাট খবর, সরকারের এবার বড়সড় পদক্ষেপ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Toto - আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। পাশাপাশি টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল বন্ধে পদক্ষেপ রাজ্য সরকারের। তারই অংশ হিসেবে জলপাইগুড়ি আরটিও দফতর টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যান নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে।
advertisement
advertisement
advertisement
আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। পাশাপাশি টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোতে একটি ইউনিক কিউআর কোড স্টিকার লাগানো হবে, যা স্ক্যান করলে মালিক ও গাড়ির সমস্ত তথ্য জানা যাবে।
advertisement