Toto: রাজ্যে টোটোর সংখ্য়া হয়ে যাবে 'হাফ'! লাখ লাখ টোটোচালক যাত্রীদের জন্য বিরাট খবর, সরকারের এবার বড়সড় পদক্ষেপ

Last Updated:
Toto - আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। পাশাপাশি টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
1/5
রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল বন্ধে পদক্ষেপ নিল রাজ্য সরকার। তারই অংশ হিসেবে জলপাইগুড়ি আরটিও দফতর টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটি নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে।
রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল বন্ধে পদক্ষেপ রাজ্য সরকারের। তারই অংশ হিসেবে জলপাইগুড়ি আরটিও দফতর টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যান নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে।
advertisement
2/5
জলপাইগুড়িতে জেলা প্রশাসনও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নিচ্ছে। জেলা শাসকের দফতর সম্প্রতি টোটো ইউনিয়নের প্রতিনিধিদের ও চালকদের নিয়ে এক বিশেষ বৈঠক করেছে। বৈঠকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব প্রত্যেক চালককে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আওতায় আসতে হবে।
জলপাইগুড়িতে জেলা প্রশাসনও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নিচ্ছে। জেলা শাসকের দফতর সম্প্রতি টোটো ইউনিয়নের প্রতিনিধিদের ও চালকদের নিয়ে এক বিশেষ বৈঠক করেছে। বৈঠকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব প্রত্যেক চালককে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আওতায় আসতে হবে।
advertisement
3/5
জলপাইগুড়ির আরটিও সোনামসিং লেপচা জানিয়েছেন, “যে কোনও টোটো যদি রেজিস্ট্রেশনের আওতায় না আসে, সেই যান আর রাস্তায় চলতে পারবে না। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি: টোটো কেনা সংক্রান্ত বিক্রয় বিল বা ইনভয়েস। টোটো মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড। তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
জলপাইগুড়ির আরটিও সোনামসিং লেপচা জানিয়েছেন, “যে কোনও টোটো যদি রেজিস্ট্রেশনের আওতায় না আসে, সেই যান আর রাস্তায় চলতে পারবে না। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি: টোটো কেনা সংক্রান্ত বিক্রয় বিল বা ইনভয়েস। টোটো মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড। তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
advertisement
4/5
আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। পাশাপাশি টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোতে একটি ইউনিক কিউআর কোড স্টিকার লাগানো হবে, যা স্ক্যান করলে মালিক ও গাড়ির সমস্ত তথ্য জানা যাবে।
আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। পাশাপাশি টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোতে একটি ইউনিক কিউআর কোড স্টিকার লাগানো হবে, যা স্ক্যান করলে মালিক ও গাড়ির সমস্ত তথ্য জানা যাবে।
advertisement
5/5
কীভাবে হবে টোটোর অনলাইন রেজিস্ট্রেশন: টোটো মালিককে এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে Apply for TTEN–এ ক্লিক করতে হবে। আধার নম্বর প্রবেশ করিয়ে Send OTP-এ ক্লিক করলে আধারে যুক্ত মোবাইল নম্বরে OTP যাবে। OTP ভেরিফাই করলেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
কীভাবে হবে টোটোর অনলাইন রেজিস্ট্রেশন: টোটো মালিককে এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে Apply for TTEN–এ ক্লিক করতে হবে। আধার নম্বর প্রবেশ করিয়ে Send OTP-এ ক্লিক করলে আধারে যুক্ত মোবাইল নম্বরে OTP যাবে। OTP ভেরিফাই করলেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
advertisement
advertisement
advertisement