Digha News: দিঘার রাস্তায় যমরাজ! তবে প্রাণ নিতে নয়, প্রাণ বাঁচাতে! হঠাৎ এই রূপে কেন? জানলে অবাক হবেন

Last Updated:
কালীপুজোর আগে দিঘার রাস্তায় দেখা গেল যমরাজকে! পূর্ব মেদিনীপুর পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে রাস্তায় নেমে হেলমেট ও ট্রাফিক নিয়মের গুরুত্ব বোঝালেন তিনি।
1/6
দিঘার রাস্তায় পথ চলতি গাড়ি ঘোড়া এবং সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং যমরাজ! আর এই দৃশ্য দেখে সকলেই হতবাক। হঠাৎ হলোটা কি যমলোক থেকে মর্তে নেমে এলেন স্বয়ং যমরাজ! (ছবি ও তথ্য: সৈকত শী)
দিঘার রাস্তায় পথ চলতি গাড়ি ঘোড়া এবং সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং যমরাজ! আর এই দৃশ্য দেখে সকলেই হতবাক। হঠাৎ হলোটা কি যমলোক থেকে মর্তে নেমে এলেন স্বয়ং যমরাজ! (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত এলাকায় ১১৬ বি নন্দকুমার দিঘা জাতীয় সড়কে যমরাজ কে দেখে সকলেই চমকে উঠলেন। না কোন সিনেমা ও নাটকের মহড়া বা শুটিং না। যমরাজ নিজেই পথ চলতি মানুষের সঙ্গে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। রাস্তায় নেমে একেবারে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত এলাকায় ১১৬ বি নন্দকুমার দিঘা জাতীয় সড়কে যমরাজ কে দেখে সকলেই চমকে উঠলেন। না কোন সিনেমা ও নাটকের মহড়া বা শুটিং না। যমরাজ নিজেই পথ চলতি মানুষের সঙ্গে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। রাস্তায় নেমে একেবারে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
advertisement
3/6
যমরাজ রাস্তায় নেমে বাইক চালক ও আরোহী হেলমেট পড়েছে কিনা বা ট্রাফিক নিয়ম মেনে গাড়িচালকেরা গাড়ি চালাচ্ছে কিনা তার খোঁজখবর নিচ্ছেন। আর যারা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। তাদের উদ্দেশ্যে মন্তব্য করছেন, 'হেলমেট কোথায় তাহলে আমার সঙ্গে যমলোকে চলো।' আর এই দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করল পথ চলতি সাধারণ মানুষ।
যমরাজ রাস্তায় নেমে বাইক চালক ও আরোহী হেলমেট পড়েছে কিনা বা ট্রাফিক নিয়ম মেনে গাড়িচালকেরা গাড়ি চালাচ্ছে কিনা তার খোঁজখবর নিচ্ছেন। আর যারা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। তাদের উদ্দেশ্যে মন্তব্য করছেন, 'হেলমেট কোথায় তাহলে আমার সঙ্গে যমলোকে চলো।' আর এই দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করল পথ চলতি সাধারণ মানুষ।
advertisement
4/6
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার উদ্যোগে এদিন অর্থাৎ ১৭ অক্টোবর শুক্রবার ১১৬ বি জাতীয় সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। আর এই কর্মসূচির অঙ্গ হিসাবে সরাসরি রাস্তায় নেমে আসেন যমরাজ। মানুষকে ট্রাফিক আইন ও গাড়ি চালকদের সিট বেল্ট বাইক আরোহীদের হেলমেটে ব্যবহারের গুরুত্ব বোঝাতে।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার উদ্যোগে এদিন অর্থাৎ ১৭ অক্টোবর শুক্রবার ১১৬ বি জাতীয় সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। আর এই কর্মসূচির অঙ্গ হিসাবে সরাসরি রাস্তায় নেমে আসেন যমরাজ। মানুষকে ট্রাফিক আইন ও গাড়ি চালকদের সিট বেল্ট বাইক আরোহীদের হেলমেটে ব্যবহারের গুরুত্ব বোঝাতে।
advertisement
5/6
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল জানিয়েছেন, 'পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে নানা প্রান্তেই বিভিন্ন সময়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। উৎসব আবহে ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে এবং সাধারণ মানুষকে ট্রাফিক সচেতনতার পাঠ দিতে এই উদ্যোগ।
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল জানিয়েছেন, 'পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে নানা প্রান্তেই বিভিন্ন সময়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। উৎসব আবহে ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে এবং সাধারণ মানুষকে ট্রাফিক সচেতনতার পাঠ দিতে এই উদ্যোগ।"
advertisement
6/6
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে গাড়ি চালক থেকে বাইক আরোহী এবং সাধারণ মানুষের। বেশিরভাগ ক্ষেত্রেই বাইক চালক গাড়ি চালক ও সাধারণ মানুষের ট্রাফিক সচেতনতার অভাবেই দুর্ঘটনা ঘটছে। যদিও প্রতিনিয়ত জেলা জুড়ে পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক সচেতনতার পাঠ দিতে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি পালন করছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে ট্রাফিক নিয়ে অসচেতনতা লক্ষ্য করা যায়। তাই কালীপুজোর আগে দিঘার রাস্তায় এই অভিনব উদ্যোগে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি পালন করা হয়। (ছবি ও তথ্য: সৈকত শী)
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে গাড়ি চালক থেকে বাইক আরোহী এবং সাধারণ মানুষের। বেশিরভাগ ক্ষেত্রেই বাইক চালক গাড়ি চালক ও সাধারণ মানুষের ট্রাফিক সচেতনতার অভাবেই দুর্ঘটনা ঘটছে। যদিও প্রতিনিয়ত জেলা জুড়ে পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক সচেতনতার পাঠ দিতে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি পালন করছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে ট্রাফিক নিয়ে অসচেতনতা লক্ষ্য করা যায়। তাই কালীপুজোর আগে দিঘার রাস্তায় এই অভিনব উদ্যোগে সেফ ড্রাইভ সেভ কর্মসূচি পালন করা হয়। ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement