Illegal Marriage : বিয়ের আসর থেকে শ্রীঘরে ঠাঁই পুরোহিত ও হবু বরের! মোটা টাকার বিনিময়ে চলত বেআইনি কারবার

Last Updated:

Illegal Marriage : মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই হতে বসেছিল এক নাবালিকার বিয়ে। গোপন সূত্রের খবরের পেয়ে পুলিশ পুরোহিত ও বরকে গ্রেফতার করেছে।

শিলিগুড়িতে নাবালিকার বিয়ে, গ্রেফতার বর ও পুরোহিত!
শিলিগুড়িতে নাবালিকার বিয়ে, গ্রেফতার বর ও পুরোহিত!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই হতে চলছিল এক নাবালিকার বিয়ে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে সেই বিয়ের মন্ডপ থেকে গ্রেফতার করেছে মূল অভিযুক্ত পুরোহিত অমৃত গাঙ্গুলী ও ২১ বছরের হবু বর পিযুস রায়কে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে অম্বিকানগরে অবস্থিত পুরোহিত অমৃত গাঙ্গুলীর বাড়িতে বসেছিল ১৬ বছরের ওই নাবালিকার বিয়ের আসর। আসরে উপস্থিত ছিলেন হবু বর এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য। স্থানীয়দের অজান্তেই এবং মেয়েটির নাবালিকা বয়সের কারণে এই অনুষ্ঠান এক প্রকার গোপনভাবে আয়োজন করা হয়েছিল।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানের প্রস্তুতি ও কার্যক্রমে অংশগ্রহণকারীরা সকলেই বিষয়টি গোপন রাখার চেষ্টা করছিলেন। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ হঠাৎ উপস্থিত হয়ে অনুষ্ঠানে বাধা দেয় এবং বিয়ের আসর থেকে বর ও পুরোহিতকে গ্রেফতার করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ধৃত পুরোহিত অমৃত গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মোটা টাকার লোভে এই ধরনের নাবালিকা বিয়ে আয়োজন করে আসছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বাল্য বিবাহ সংক্রান্ত আইন অনুসারে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Illegal Marriage : বিয়ের আসর থেকে শ্রীঘরে ঠাঁই পুরোহিত ও হবু বরের! মোটা টাকার বিনিময়ে চলত বেআইনি কারবার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement