Illegal Marriage : বিয়ের আসর থেকে শ্রীঘরে ঠাঁই পুরোহিত ও হবু বরের! মোটা টাকার বিনিময়ে চলত বেআইনি কারবার
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Illegal Marriage : মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই হতে বসেছিল এক নাবালিকার বিয়ে। গোপন সূত্রের খবরের পেয়ে পুলিশ পুরোহিত ও বরকে গ্রেফতার করেছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই হতে চলছিল এক নাবালিকার বিয়ে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে সেই বিয়ের মন্ডপ থেকে গ্রেফতার করেছে মূল অভিযুক্ত পুরোহিত অমৃত গাঙ্গুলী ও ২১ বছরের হবু বর পিযুস রায়কে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে অম্বিকানগরে অবস্থিত পুরোহিত অমৃত গাঙ্গুলীর বাড়িতে বসেছিল ১৬ বছরের ওই নাবালিকার বিয়ের আসর। আসরে উপস্থিত ছিলেন হবু বর এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য। স্থানীয়দের অজান্তেই এবং মেয়েটির নাবালিকা বয়সের কারণে এই অনুষ্ঠান এক প্রকার গোপনভাবে আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন : জল নিকাশির হাইড্রেন নিজের ‘দায়িত্ব ভুলে’ ডুবিয়ে দিচ্ছিল এলাকা! রায়দঘিতে এবার তৈরি ‘মাস্টার প্ল্যান
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানের প্রস্তুতি ও কার্যক্রমে অংশগ্রহণকারীরা সকলেই বিষয়টি গোপন রাখার চেষ্টা করছিলেন। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ হঠাৎ উপস্থিত হয়ে অনুষ্ঠানে বাধা দেয় এবং বিয়ের আসর থেকে বর ও পুরোহিতকে গ্রেফতার করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ধৃত পুরোহিত অমৃত গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মোটা টাকার লোভে এই ধরনের নাবালিকা বিয়ে আয়োজন করে আসছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বাল্য বিবাহ সংক্রান্ত আইন অনুসারে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Oct 17, 2025 5:49 PM IST










