জল নিকাশির হাইড্রেন নিজের 'দায়িত্ব ভুলে' ডুবিয়ে দিচ্ছিল এলাকা! রায়দঘিতে এবার তৈরি 'মাস্টার প্ল্যান'
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Drainage Problem : এবার জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন রায়দিঘির স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা। তৈরি করা হয়েছে জলনিকাশি ব্যবস্থার পরিকল্পনা।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন রায়দিঘির স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা। তৈরি করা হয়েছে জলনিকাশি ব্যবস্থার পরিকল্পনা। ইতিমধ্যে নির্দিষ্ট জায়গাগুলি ঘুরে দেখেছেন বিধায়ক সহ একাধিক আধিকারিকগণ। যার ফলে খুশি সকলেই।
মণি নদীর পাড়ে অবস্থিত রায়দিঘি। ফলে এখানে বন্যা হওয়ার কথা নয়। জল নদীতে চলে গিয়ে সমুদ্রে মিশে যাওয়ার কথা। কিন্তু তারপরেও অমাবস্যা ও পূর্ণিমার কোটালে ভেসে যায় এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই জল যন্ত্রণার প্রধান কারণ হল হাইড্রেন। অপরিকল্পিতভাবে সেই ড্রেন নির্মাণ করা হয়।
advertisement
advertisement
যে ড্রেন দিয়ে রায়দিঘি এলাকার জল বাইরে বের হয়ে যাওয়ার কথা, সেই ড্রেন দিয়েই কোটালে জল নদী থেকে এলাকায় ঢুকে পড়ে। ড্রেনের মুখে ছিলনা কোনও লকগেট। ফলে নদীর পাড়ের এলাকা ভেসে যেত। পানীয় জলের সমস্যার সৃষ্টি হত। একাধিক সমস্যা সৃষ্টি হওয়ায় এই ড্রেন নিয়ে সাধারণ মানুষজনের ক্ষোভ ছিল তুঙ্গে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তারওপর এই ড্রেন ব্যবহার করা হত যাতায়াতের জন্য। সেখানেও জল দাঁড়িয়ে যাওয়ায় কিছু বোঝা যেত না। তবে অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম এভাবে সকলকে বিপদে ফেলবে তা বুঝে উঠতে পারেন নি কেউই। তবে সেই সমস্যা সমাধান করতে এবার সমস্ত ড্রেন পরিষ্কার করা, চওড়া করা, এছাড়াও সমস্ত ড্রেনের জল এক জায়গায় এনে একটি বড় হাইড্রেন দিয়ে নদীতে ফেলার ব্যবস্থা সহ লকগেটের পরিকল্পনা করা হয়েছে। যার কাজ শুরু হয়ে যাবে শীঘ্রই। ফলে খুশি স্থানীয বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 17, 2025 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল নিকাশির হাইড্রেন নিজের 'দায়িত্ব ভুলে' ডুবিয়ে দিচ্ছিল এলাকা! রায়দঘিতে এবার তৈরি 'মাস্টার প্ল্যান'